West Bengal News Live : মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কাজ এগোয়নি, ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের
West Bengal News LIVE Updates RG Kar Case : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE
Background
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-শুনানি। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে প্রধান বিচারপতি। প্রথম মামলা হিসেবে আজ সকালে শুনানি।
কথা ছিল সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট পেশের। সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ জুনিয়র ডাক্তাররা।
স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরানোর পরেও কীভাবে ওয়েবসাইটে সুহৃতা পালের ছবি? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের।
পরপর সরকারি হাসপাতাল ঘুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে পরিজনরা। তাও বাঁচানো গেল না রোগীকে। সার্জারিতে পাঠানোর সময় হৃদরোগে মৃত্যু, দাবি এসএসকেএমের।
নামেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। টানা আন্দোলনের পরেও হয়রানি। এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল ঘুরে এসএসকেএমে আনার পরে মৃত্যু।
জলসায় মত্ত পুলিশ, ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ নিতে বীরভূমে পুলিশের বিরুদ্ধেই টালবাহানার অভিযোগ! প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ।
সঞ্জয়ের পরে আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি! মালদায় বধূকে ধর্ষণ, মামলা তুলতে হামলা! পুলিশের বিরুদ্ধেও থানায় বসিয়ে রাখার অভিযোগ!
দিকে দিকে নারী নির্যাতন। তারাপীঠে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ নাবালক। নরেন্দ্রপুরেও নির্যাতন, জালে ২ অভিযুক্ত, ফেরার আরও ২।
কালীপুজোর বিসর্জনের সময় মত্তদের তাণ্ডব, প্রতিবাদ করায় বাঁকুড়ায় বধূর শ্লীলতাহানি, ধর্ষণের হুমকি, স্বামীকে মারের অভিযোগ। অভিযুক্ত তৃণমূলকর্মী, এখনও অধরা!
তৃণমূল প্রার্থীর সমর্থনে ৩ প্রধানের কর্তা, দলেই ভিন্ন সুর! এভাবে করা যায় না, ব্যক্তিগতভাবে সমর্থনের কথা বলে মেয়রের উল্টো সুর ডেপুটি মেয়রের।
মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মুখ্য উপদেষ্টা বাম আমলের প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তার। পেলেন রাজ্যের মন্ত্রীর সমমর্যাদার পদ। টিএমসি মানে তৃণমূল মার্কসিস্ট কম্বো, কটাক্ষ শুভেনদুর।
বাহিনী বিতর্কে ২ বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভায় ঢোকার চেষ্টা শঙ্কর ঘোষ-অশোক দিন্দার। আটকালেন নিরাপত্তারক্ষীরা।
ছাত্র মৃত্যুর পরে সুরক্ষার কড়াকড়িই সার! যাদবপুরে বাইকবাহিনীর হাতে আক্রান্ত খোদ নিরাপত্তারক্ষরাই! অভিযোগ খতিয়ে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের।
দুর্গাপুর স্টিল প্লান্টের জিএমের অস্বাভাবিক মৃত্যু, খুনের মামলা রুজু। অফিসের জন্য বেরিয়ে নিখোঁজ, ১৫ ঘণ্টা পরে কারখানার লিফটের নীচে দেহ উদ্ধারে রহস্য।
রায়দিঘিতে ফের নৃশংসভাবে খুন। সাতসকালে চায়ের দোকানে হামলা। নিহত ও আততায়ী একই পরিবারের, চুরি নিয়ে সন্দেহে কোপ, অনুমান পুলিশের।
ভদ্রকে চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি! পুরী থেকে দিল্লিগামী নন্দনকানন এক্সপ্রেস লক্ষ্য করে গুলি চলার অভিযোগ। তদন্তে জিআরপি, যাত্রীরা সুরক্ষিত, জানাল রেল।
পুজো কাটতেই জেলায় জেলায় ডেঙ্গির দাপট। ৩০ অক্টোবর পর্যন্ত আক্রান্ত ১৭ হাজার পার! সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে। ৭ নম্বরে কলকাতা।
West Bengal News Live Update: ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের
ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেও যে কাজগুলি হয়নি সেগুলিকে উল্লেখ করে চিঠি। গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে মেল জুনিয়র ডাক্তারদের
West Bengal News Live: পথের নিরাপত্তা দিতে গিয়ে আক্রান্ত হলেন বারাসাত পৌরসভার এক মহিলা ট্রাফিক
পথের নিরাপত্তা দিতে গিয়ে আক্রান্ত হলেন বারাসাত পৌরসভার এক মহিলা ট্রাফিক। মঙ্গলবার সকালে হৃদয়পুরের কোড়ার বাসিন্দা বারাসাত শিয়ালদা শাখার হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছের রাস্তায় পথের নিরাপত্তা সামলাছিলেন। এ সময় একটি তিন চাকার গাড়ি আশঙ্কা ঢুকে যায়। গাড়ি চালককে সোনিয়া বিবি সরে যেতে বলায় তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে। প্রতিবাদ করলে হুমকি দেয় গাড়ির চালক কুতুবউদ্দিন। ডিউটি সেরে বাড়ি ফেরার পর সোনিয়া বিবির বাড়িতে হাজির হয় ভাইপো রাকিবউদ্দীনকে নিয়ে কুতুবুদ্দিন।
West Bengal News Live Update: দুপুর ৩টেয় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি
দুপুর ৩টেয় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তালিকায় মামলা ৩৪ নম্বরে। মুখ বন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা সিবিআইয়ের।
West Bengal News Live: চিকন গুনিয়ার থাবা মালদায়
চিকন গুনিয়ার থাবা মালদায়। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের অনান্য জেলায় দেখা গেলেও মালদা জেলাতে এই রোগ প্রথম। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। ইতিমধ্যে গ্রামের ২৪ জনের শরীরে এই রোগ দেখা দিয়েছে।
West Bengal News Live Update: নরেন্দ্রপুরেও নারী নির্যাতন
দিকে দিকে নারী নির্যাতন। তারাপীঠে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ নাবালক। তুফানগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত শিক্ষক। নরেন্দ্রপুরেও নির্যাতন।