WB News:পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলে মাসে ৫ হাজার টাকা ভাতা, 'শ্রমশ্রী' প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলে মাসে পাঁচ হাজার টাকা ভাতা, 'শ্রমশ্রী' প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভিনরাজ্যে কাজ করা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে লাগাতার সরব তৃণমূল। এই পরিপ্রেক্ষিতে, বাংলায় ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের জন্য দরাজ মুখ্য়মন্ত্রী। কল্পতরু তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গে ফিরে আসা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য, প্রাথমিকভাবে, এককালীন ৫ হাজার টাকা ও বিকল্প কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত, প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘শ্রমশ্রী’ নামে নতুন প্রকল্প ও তার পোর্টাল চালুর কথাও বললেন মুখ্যমন্ত্রী। ফিরে আসার পর ১২ মাস, অর্থাৎ এক বছর চলবে এই প্রকল্প। আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন 'যাঁরা ফিরে আসবেন, এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫ হাজার টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে, আমরা ফিরে আসার পর ১২ মাস মানে এক বছর, নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি, প্রতি মাসে তাদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে।' এই প্রকল্প নিয়েও বিরোধিতা করতে ময়দানে নেমেছে বিরোধী শিবির। শুভেনদু অধিকারী বলেছেন '৫ হাজার টাকা দিয়ে কী হয়, এই টাকা কে নেবে। একেক দিনে ৫ হাজার টাকা আয় হয় এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে অনেকের। কেউ নেবে না এই টাকা'।





















