Sukanta Majumder:মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য বীজবপন করে দিয়ে গেল: সুকান্ত
ABP Ananda LIVE : শিয়ালদা স্টেশনে গ্রেফতার ৩ রোহিঙ্গা। দুই নাবালিকা-সহ ৩ জন পাকড়াও।ধৃতরা মায়ানমারের বাসিন্দা। ত্রিপুরায় জালে ১০ রোহিঙ্গা। জলপাইগুড়িতে ধৃত ৭ বাংলাদেশি। 'মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য বীজবপন করে দিয়ে গেল', আক্রমণে সুকান্ত
পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার
এদিকে, পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার। DGP-র হুঁশিয়ারির পরেই এনকাউন্টার, গুলিতে ঝাঁঝরা সাজ্জাক ।বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে নিহত সাজ্জাক । 'ভোররাতে শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা'। 'বাংলাদেশে পালানোর সময় বাধা, পুলিশকে পাল্টা গুলি'। 'পালানোর সময়েও হামলা, সাজ্জাকের বুকে-পিঠে-পায়ে গুলি'। গ্রেফতারের সময় হামলা, পাল্টা গুলিতে নিহত সাজ্জাক: পুলিশ।
শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার হলেন ৩ রোহিঙ্গা। গতকাল রাতে এদের ঘোরাঘুরি করতে দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়। দুই নাবালিকা-সহ ৩ জনকে GRP আটক করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মায়ানমারের বাসিন্দা। তাদের কাছে বৈধ নথি মেলেনি। দিল্লি যাওয়ার জন্য মায়ানমার থেকে কলকাতায় এসেছিলেন ৩ রোহিঙ্গা। কীভাবে ওই রোহিঙ্গারা ভারতে ঢোকেন এবং কলকাতায় আসেন, কী উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন, খতিয়ে দেখছে শিয়ালদা GRP।


















