JEE Result Out: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। ABP Ananda Live
ABP Ananda Live: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। এবার প্রথম দশে জায়গা করে নিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চার জন পড়ুয়া। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন CBSE বোর্ডের ৪ জন এবং ISC বোর্ডের ২ জন।
মেডিক্যালে এখন অভিন্ন প্রবেশিকা। রাজ্যের কলেজ-বশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসিতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট অন্ট্রান্সের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। ফলাফলে নজর কাড়লেন এবারেরর উচ্চমাধ্যমিকের ৪ কৃতী। তাঁদের মধ্যে রয়েছেন উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস। জয়েন্টে তাঁর স্থান সপ্তম।
এবার জয়েন্টে বসেছিলেন ১ লক্ষ ৪২ হাজারের বেশি পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, তাঁদের মধ্যে প্রায় ৯৯% পরীক্ষার্থীকে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এ বার উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ৪ জনের সঙ্গে রয়েছেন CBSE বোর্ডের ৪ জন এবং ISC বোর্ডের ২ জন পরীক্ষার্থী। প্রথম হয়েছেন, বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের শুভ্রদীপ পাল।