এক্সপ্লোর
BJP Candidates: হিমাচলে কঙ্গনাকে প্রার্থী করল বিজেপি, টিভি সিরিয়ালের রামও ভোটের ময়দানে
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেলেন নবীন জিন্দল। হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করল বিজেপি। টিভি সিরিয়ালের রামকেও ভোটের ময়দানে নামাল তারা। তবে সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ গান্ধীকে প্রার্থী না করলেও মানেকা গান্ধীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।
আরও দেখুন






















