West Bengal Lok Sabha Electio: শুরু ষষ্ঠ দফার নির্বাচন, কীভাবে চলছে ভোটগ্রহন পর্ব পুরুলিয়ার ঝালদায়?
ABP Ananda LIVE: জেলায় জেলায় তৈরি হয়েছে মনিটরিং রুম। সেখান থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের দিকে নজরদারি চালাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ভোটগ্রহন পর্ব শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। কীভাবে চলছে ভোটগ্রহন পর্ব পুরুলিয়ার ঝালদায়, দেখে নেব। সকাল সাকল গ্রামের মানুষেরা ভোট দিতে অভ্যস্ত এবং তাঁরা এসেছেন ভোট দিতে। এখানে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা লাইন রয়েছে। আরও খবর, ভোটের আগের দিন মহিষাদলে (Mahishadal) খুন তৃণমূল নেতা (TMC Leader Murder)। খুন হলেন বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শেখ মইবুল। রাতে দলীয় কর্মীকে নামিয়ে মোটর সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে আক্রমণের মুখে পড়েন তিনি। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কোপানো হয় মইবুলকে। এর পর রক্তাক্ত অবস্থায় পুকুরের জলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Mahishadal News)। শনিবার ষষ্ঠদফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এর কয়েক ঘণ্টা আগে, শুক্রবার বার রাতে খুন হয়ে গেলেন ওই তৃণমূল নেতা। অভিযোগের তির বিজেপি-র দিকে। বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। রাজনৈতিক কারণেই এই খুন কি না, এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে ভোট চলাকালীন ফের প্রাণ ঝরল রাজ্যে। (Purba Medinipur News)।