LokSabha Election 2024: বিজেপি কর্মী খুনে পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের।
LokSabha Election: কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে চাঞ্চল্যকর মোড় । বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে, আগেই জানত পুলিশ ? 'খুনের আগেই স্থানীয় দোকানদারদের পুলিশ বলেছিল, এখানে খুন হবে।' কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের।'দোকানের কাছেই ছিল হাফিজুল, কিন্তু পুলিশ তাঁকে বলেনি যে, ওকেই খুন করা হবে।' 'কিছুক্ষণ পরই ৩টি গুলি করে খুন করা হয় হাফিজুল শেখকে।' চাঞ্চল্যকর অভিযোগ নিহত বিজেপি কর্মীর পরিবারের।মূল অভিযুক্তের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল, দাবি পুলিশের। হাফিজুল শেখের বিরুদ্ধে মাদক বিক্রি, ডাকাতির অভিযোগে মামলা ছিল: পুলিশ। লুঠপাট, অস্ত্র আইনেও মামলা ছিল হাফিজুল শেখের বিরুদ্ধে, দাবি পুলিশের। খুনের ঘটনায় এখনও পর্যন্ত রাজনীতির যোগ মেলেনি, দাবি পুলিশের।






















