Bangladesh Protest: ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল বহু ইসকন ভক্তকে।
ABP Ananda Live: জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার পেট্রোপোল সীমান্তে ভিড়। দেশে পরিজনদের কাছে ফিরতে চাইছেন বাংলাদেশিরা। প্রিয়জনরা কীভাবে আছেন, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। তাই কেউ দেশে ফিরছেন, আবার কেউ প্রিয়জনদের খোঁজ নিতে বাংলাদেশে যাচ্ছেন। সীমান্ত সিল করে দেওয়া হতে পারে, এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশি নাগরিকরা।
হিন্দুদের উপর লাগাতার হামলার অভিযোগ বাংলাদেশে! বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখেও বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে! ভারতীয়-হিন্দু জানলেই বাংলাদেশে হামলা, পুলিশেরও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। ভারতীয়-হিন্দু পরিচয় জেনেই হামলা, ঢাকায় আক্রান্ত হয়েছেন বেলঘরিয়ার যুবক।
বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে সাহায্যের বদলে হেনস্থার অভিযোগ। এখানেই শেষ নয়, আতঙ্কের বাংলাদেশে রেহাই নেই হিন্দু মহিলা সাংবাদিকেরও!
মহিলা সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা, পাশে নেই পুলিশও। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় ভারতীয় যাত্রীদের বাস থামিয়ে হুমকির অভিযোগ।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও ৪ জনকে গ্রেফতার করা হল। এদিকে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল বহু ইসকন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হল না ইসকনের সদস্যদের। যা নিয়ে নতুন করে তৈরি হল অপ্রীতিকর পরিস্থিতি। বাংলাদেশের এক হিন্দু নাগরিকের কথায়, আমরা কখনও মসজিদে হামলা করিনি, ভবিষ্যতেও করব না। কখনওই করব না। কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে। বারবার হামলা হচ্ছে, পূর্বে হয়ে এসেছে, এখনও হচ্ছে।