BJP News: জাতিগণনা দেশের আগামী জনগণনার অংশ হতে চলেছে!
ABP Ananda Live: লাগাতার জাতি গণনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বিশেষ করে বার বার এই দাবিতে সরব হয়েছেন। বিরোধীদের সেই দাবিতেই এবার সিলমোহর দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। জাতিগণনা দেশের আগামী জনগণনার অংশ হতে চলেছে বলে জানানো হল। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দলের শীর্ষস্তরের নেতা মন্ত্রী থেকে তারকা সাংসদ, এই মুহূর্তে দিঘার জগন্নাথ মন্দিরে রয়েছেন তৃণমূলের প্রায় সকলেই। বিকেলের কিছু পর আচমকাই সেখানে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে হাজির হন বিজেপি নেতা দিলীপ। জানা গিয়েছে, দিলীপকে মন্দিরে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্য বজায় রাখতেই উদ্বোধনের দিন তাই সেখানে হাজির হন দিলীপ ও রিঙ্কু। (Digha Jagannath Temple)
এদিন দিলীপকে দেখে কার্যতই শোরগোল পড়ে যায় জগন্নাথ মন্দির চত্বরে। পুলিশি প্রহরায় দিলীপ যখন মন্দিরে ঢুকছেন, চারিদিকে তখন হইচই শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে দিলীপ ও রিঙ্কুকে স্বাগত জানাতে এগিয়ে যান কুণাল, অরূপ। সবুজ গালিচার উপর দিয়ে হেঁটে মন্দিরে ঢোকেন দিলীপ ও রিঙ্কু। অনুরাগীরে উদ্দেশে হাতও নাড়েন দিলীপ, হাত মেলান উপস্থিত অনেকের সঙ্গে।


















