HS Exam: উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল, পাঠক্রমে যুক্ত হল রাজনৈতিক দলের বৈশিষ্ট, কার্যাবলী
ABP Ananda Live: উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল। এবার পাঠক্রমে যুক্ত হল রাজনৈতিক দলের বৈশিষ্ট, কার্যাবলী। রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি-সহ ১৯টি বিষয়ের পাঠ্যক্রমে বদল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু হবে নতুন সিলেবাস।
বৃন্দা গ্রোভারের ভূমিকাও হতাশাজনক। দুদিন আগেই এই কেস থেকে বেরিয়ে গেলেন : জুনিয়র ডাক্তার। 'ব্যর্থতার দায় CBI কেই নিতে হবে। CBI তদন্ত মানেই বিচার পেয়ে গেছি, এমন নয় ! রাজ্যটা ধর্ষক-খুনিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে। ৯০ দিন পরেও কেন চার্জশিট দিতে পারেনি CBI?', প্রশ্ন অনিকেত মাহাতোর। সিবিআই চার্জশিট দিতে না পারায়, জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি। অন্য়দিকে, রাজ্য় পুলিশের হাতে থাকা কুলতলি এবং ফারাক্কার ধর্ষণের মামলায় দু'মাসের মধ্য়ে সাজা হয়ে গেছে। যাকে কার্যত পুলিশের সাফল্য় হিসেবে দাবি করছে তৃণমূল। যদিও, বাম-কংগ্রেসের দাবি, এটাই আসলে তৃণমূল-বিজেপির সেটিং। রাজনৈতিক কারণে সিবিআইকে নিষ্ক্রিয় রেখে, পুলিশকে এই বাহবা কুড়নোর সুযোগ করে দিয়েছে মোদি সরকার।