IND Vs Pakistan: ভারতের মিসাইলে ক্ষতিগ্রস্ত নুর খান এয়ারবেস, মানলেন পাক প্রধানমন্ত্রী
ABP Ananda Live: ভারতের ক্ষেপণাস্ত্রতে ক্ষতিগ্রস্ত নুর খান এয়ারবেস, কবুল করলেন স্বয়ং পাক প্রধানমন্ত্রীই । INDIA Vs Pakistan | Kashmir Attack
ট্যাংরাকাণ্ডে গ্রেফতার বড় ভাই প্রণয় দে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের
ট্যাংরাকাণ্ডে গ্রেফতার বড় ভাই প্রণয় দে। হাসপাতাল থেকে ছাড়া পেতেই প্রণয় দে গ্রেফতার। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। ১৯ ফেব্রুয়ারি: ট্যাংরার ব্যবসায়ী পরিবারের ৩ জনের দেহ উদ্ধার হয়। ওই দিন গভীর রাতে বাড়ি থেকে বেরোয় দুই ভাই ও তাঁর নাবালক ছেলে। অভিষিক্তা মোড়ের কাছে পথদুর্ঘটনায় গুরুতর জখম হয় ৩ জন। দুর্ঘটনার সূত্র ধরে রহস্য়ময় বাড়ির ৩ মহিলার দেহ উদ্ধার হয়।
মা-বাবা-বোন-ঠাকুমাকে খুন, মৃত্যুদণ্ড দিল আদালত
মা-বাবা-বোন-ঠাকুমাকে খুন, মৃত্যুদণ্ড দিল আদালত। জুন, ২০২১: মালদার কালিয়াচকে পরিবারের ৪জনকে খুন। ৪ জনকে খুন করে বাড়িতেই দেহ পুঁতে লোপাটের চেষ্টা। খুন, খুনের চেষ্টা, দেহ লোপাটে মৃত্যুদণ্ড। জমি, গাড়ি বিক্রি করে ৩০ লক্ষ টাকা হাতিয়ে ৪জনকে খুন।


















