Buddhadeb Dasgupta Demise: 'ওঁর ছবিগুলো কবিতার মতো ছিল', বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে প্রতিক্রিয়া কমলেশ্বর মুখোপাধ্যায়ের
প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। বাংলা সিনেমার এক সোনালি অধ্যায়ের অবসান। দূরত্ব, গৃহযুদ্ধ, ফেরা, নিম, অন্নপূর্ণা, বাঘ বাহাদুর, তাহাদের কথা, চরাচর তাঁর উল্লেখযোগ্য ছবি। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ভুগছিলেন কিডনির অসুখে। দীর্ঘদিন ধরে ডায়ালিসিস চলছিল। বুদ্ধদেব দাশগুপ্তর বয়স হয়েছিল ৭৭ বছর। ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার।
বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যু নিয়ে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, "ওঁর চলে যাওয়া বাংলা ছবির জগতে ক্ষতি। উনি ব্যক্তিগতভাবে আমার পছন্দের একজন পরিচালক ছিলেন। ছবিগুলো কবিতার মতো ছিল। ওঁর ছবি থেকে অনেক কিছু শিখেছি।"


















