Maharashtra Poll:মহারাষ্ট্রের ভোট আজ, স্ত্রী ও মেয়ে সারাকে নিয়ে সপরিবারে ভোট দিলেন সচিন তেন্ডুলকর
ABP Ananda Live: মহারাষ্ট্রের ভোট আজ। সকাল সকাল নিজের নিকটবর্তী ভোটদান কেন্দ্রে গিয়ে সপরিবারে ভোট দিলেন সচিন তেন্ডুলকর। স্ত্রী অঞ্জলি, মেয়ে সারাও ছিলেন সচিনের সঙ্গে। ভোটদানের পর সংবাদমাধ্য়ের মাধ্যমে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্যও আর্জি জানান বিশ্বজয়ী কিংবদন্তি এই প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, ''আমি ভারতের নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর ছিলাম বেশ কিছুদিন। আমারও সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া প্রয়োজন। আমি সবাইকে বলব ভোট দিন, ভোট দিতে এগিয়ে আসুন।''
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায়, দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। বন্ডেল গেটের কাছে একটি গলি থেকে উদ্ধার হয়েছে স্কুটারটি। পুলিশ সূত্রে খবর, এই গলিতে স্কুটার রেখে রেল লাইন দিয়ে বালিগঞ্জের দিকে যেতে দেখা গেছে এক দুষ্কৃতীকে। CCTV-তে ধরা পড়েছে সেই দৃশ্য়।
স্কুটারে বসিয়েই অপারেশনে পাঠানো হয়েছিল শ্য়ুটারকে। কিন্তু, অপারেশন অসফল হওয়ায় কপালজোরে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দু'হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি। কসবায় হামলাকাণ্ডের ৪ দিনের মাথায় উদ্ধার হল সেই স্কুটার। মঙ্গলবার, বন্ডেল গেটের কাছে, ধর্মতলার রোডের একটা গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হামলাকারী যুবরাজ ধরা পড়ে যাওয়ার পর যে ব্য়ক্তি এই স্কুটারে চেপে যাচ্ছিল, তার গতিবিধিও ধরা পড়েছে CCTV ফুটেজে।