Maheshtala Incident: ১২ দিন পার, এখনও খোঁজ মেলেনি মহেশতলার নাবালকের
ABP Ananda LIVE: ১২ দিন পার, এখনও খোঁজ মেলেনি মহেশতলার নাবালকের। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা যায়নি নাবালককে। উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক! মহেশতলাকাণ্ডের মূল অভিযুক্তকে আনা হল কলকাতায় । শাহেনশাহ সহ আরও দুই অভিযুক্তকে কলকাতায় আনল পুলিশ। মুম্বই থেকে কলকাতায় আনা হল কারখানার মালিক শাহেনশাহকে। ঘটনা সামনে আসতেই মুম্বই পালায় শাহেনশাহ। মোবাইল চুরি করেছিল নাবালক, দাবি শাহেনশাহর। ধৃতেদর বয়ানে একাধিক অসঙ্গতি, খবর পুলিশ সূত্রে । ৩১ মে সকাল ৭টায় কারখানা থেকে পালায় নাবালক, দাবি ধৃতদের । যে দিক দিয়ে বেরনোর কথা বলে ধৃতরা, সেই রাস্তার সিসিটিভি পরীক্ষা পুলিশের। সিসিটিভি ফুটেজে দেখা যায়নি নাবালককে: পুলিশ সূত্র। ১০ দিন পার এখনও খোঁজ মেলেনি নাবালকের।



















