National ID card: পাক নাগরিক আজাদ মল্লিকের কাছে তিন-তিনটি দেশের পরিচয়পত্র
ABP Ananda Live: পাক নাগরিক আজাদ মল্লিকের কাছে তিন-তিনটি দেশের পরিচয়পত্র রয়েছে। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED-র। চার্জশিটে ED-র দাবি, আজাদের কাছে ভারত ছাড়াও পাকিস্তান ও বাংলাদেশের মোট ৮টি পরিচয়পত্র আছে। এই সব পরিচয়পত্রের তালিকা চার্জশিটে জমা দিয়েছে ED। চার্জশিটে উল্লেখ, পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত আজাদ মল্লিকের কাছে করাচির ড্রাইভিং লাইসেন্স আছে। আজাদ মল্লিকের কাছে বাংলাদেশেরও ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এ ছাড়াও আজাদের কাছে মিলেছে বাংলাদেশের পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, রাজ্যের ২টি ভোটার কার্ড। চার্জশিটে ED-র দাবি,আজাদ মল্লিকের সঙ্গে পাক নাগরিকদের গ্রুপ চ্যাটের তথ্য মিলেছে। UPI-এর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর তথ্যও মিলেছে, দাবি ED-র।
এই আবহেই সোমবারই জোড়া কর্মসূচির ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।চাকরিহারা শিক্ষকদের একাংশ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিতে চলেছেন চাকরিহারাদের অপর একটি প্রতিনিধি দল।

















