Sonarpur News: মোবাইল নম্বর, বারবার জায়গা বদলেও হল না শেষরক্ষা, অবশেষে জালে জামাল | ABP Ananda LIVE
মোবাইল নম্বর, বারবার জায়গা বদলেও হল না শেষরক্ষা, অবশেষে জালে জামাল। মাস্কে মুখ ঢেকে রাস্তায় বেরোতেই গ্রেফতার তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। একের পর এক অভিযোগ, সোনারপুরের জামালের ১০দিনের পুলিশ হেফাজত। খুনের চেষ্টা, মার, শ্লীলতাহানি, তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা। সালিশি ডেকে উল্টো করে ঝুলিয়ে মার, শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ। বাড়িতেই উল্টো করে শিকলে বেঁধে, পুকুরে চুবিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ। তৃণমূল কর্মী জামাল সর্দারের বিরুদ্ধে অ্যাসিড হামলা, জমি দখলেরও অভিযোগ।
অবশেষে জালে সোনারপুরের জামাল, একের পর এক কীর্তির পর্দাফাঁস! অ্যাসিড হামলা, সালিশির নামে অত্যাচারের পর এবার খুনের চেষ্টার অভিযোগ। জামালের অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলায় খুনের চেষ্টার অভিযোগ। 'গাড়ি চাপা দিয়ে খুনের জন্য ৩ লক্ষ টাকা সুপারি দেয় জামাল। সন্তানদেরও অপহরণের চেষ্টা করা হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি', অভিযোগ সোনারপুরের গ্রামবাসীর। জামালের সঙ্গে পুলিশ-তৃণমূল আঁতাঁতের অভিযোগ অভিযোগকারীর। বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মী খুনেও জড়িত জামাল, দাবি সমীরের।