Election Commission: 'বিহারে এর আগে ২০০৩-এও SIR হয়েছে', জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
ABP Ananda LIVE: 'নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়। নির্বাচন কমিশনের কাছে সবাই সমান। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে। খসড়া তালিকা সব রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। ভোটার তালিকা নিয়ে ২৮ হাজার ৩৭০ অভিযোগ জমা পড়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের সুযোগ রয়েছে। দক্ষতার সঙ্গে বিহারে SIR-এর কাজ চলছে। বিহারে ৭ কোটিরও বেশি ভোটার কমিশনের পাশে আছে। ভোটাররা পাশে থাকলে, কমিশনের ভূমিকায় কীভাবে প্রশ্ন তোলা হচ্ছে? কমিশনের বিরুদ্ধে ভোট চুরির মতো অভিযোগ তোলা হচ্ছে। SIR নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। অভিযোগ তুলতে গিয়ে ভোটারদের গোপনীয়তা ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা সংবিধানের অপমান, মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের। 'মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, অথচ প্রমাণ দিচ্ছে না। কমিশন ও ভোটারদের নিশানা করে রাজনীতি করা হচ্ছে। নির্বাচন কমিশন মিথ্যা অভিযোগে ভয় পায় না। নিরপেক্ষতার সঙ্গে কাজ করে নির্বাচন কমিশন। কমিশনের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যাকে সত্যি করা যাবে না। বিহারে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ভোটার তালিকায় বিশেষ সংশোধন। তারপরেও ভোট চুরির মতো ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। কেরল, কর্ণাটকে ভোট চুরির মিথ্যা অভিযোগ। এতদিন পর কেন ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছে? SIR-এ বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হয়।



















