এক্সপ্লোর
Advertisement
Train Service: প্রায় ৮ মাস পরে কাল থেকে চালু আন্তঃজেলা রেল, পূর্ব রেলের ৩টি ডিভিশনে ৮১টি ট্রেন চলবে
শহর-শহরতলির পরে কাল থেকে রাজ্যে চালু রেল। প্রায় ৮ মাস পরে কাল থেকে চালু আন্তঃজেলা রেল। কাল থেকে পূর্ব রেলের ৩টি ডিভিশনে ৮১টি ট্রেন চলবে। আপাতত হাওড়া, আসানসোল, মালদা ডিভিশনে ট্রেন চলবে। বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি প্যাসেঞ্জার, রামপুরহাট-গুমানির মধ্যে চলবে ৬টি প্যাসেঞ্জার, রামপুরহাট-দুমকা-জসিডির মধ্যে চলবে ২টি প্যাসেঞ্জার, বর্ধমান- আসানসোল রুটে চলবে ৮টি প্যাসেঞ্জার, অণ্ডাল-সাঁইথিয়ার মধ্যে চলবে ৪টি প্যাসেঞ্জার এবং আজিমগঞ্জ-রামপুরহাটের মধ্যে চলবে ৬টি প্যাসেঞ্জার।
দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। এই পরিস্থিতিতে দিনকয়েক আগেই আন্তঃরাজ্য রেল পরিষেবা চালু করার প্রস্তাব দিয়ে পূর্ব রেলকে চিঠি দেন পরিবহণ সচিব রাজেশ কুমার সিনহা।
সেই চিঠির প্রেক্ষিতে কয়েকদিন আগে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানায়, ২ ডিসেম্বর থেকে ২৭ জোড়া নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে। ট্রেনগুলি চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। হাওড়া ডিভিশনের মধ্যে রয়েছে, বর্ধমান-রামপুরহাট ৮টি । রামপুরহাট-গুমানি ৮টি।রামপুরহাট-দুমকা-জসিডি ২টি। কাটোয়া-আজিমগঞ্জ ৮ এবং আজিমগঞ্জ -রামপুরহাটে ৪টি ট্রেন।
আসানসোল ডিভিশনে রয়েছে, বর্ধমান- আসানসোল রুটে ৮টি ,অণ্ডাল-সাঁইথিয়া ৪,আসানসোল-ধানবাদ ৪,আসানসোল-জসিডি-ঝাঁঝা রুটে ৪টি এবং অণ্ডাল -জসিডি রুটে ২টি ট্রেন চলবে।অন্যদিকে মালদা ডিভিশনে মালদা-বড়হারওয়া রুটে চলবে ২টি ট্রেন।
বেশ কিছুদিন ধরেই জেলার অন্যান্য রুটে লোকাল ট্রেন চালুর দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা। এবার পূরণ হতে চলেছে সেই দাবি।
দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। এই পরিস্থিতিতে দিনকয়েক আগেই আন্তঃরাজ্য রেল পরিষেবা চালু করার প্রস্তাব দিয়ে পূর্ব রেলকে চিঠি দেন পরিবহণ সচিব রাজেশ কুমার সিনহা।
সেই চিঠির প্রেক্ষিতে কয়েকদিন আগে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানায়, ২ ডিসেম্বর থেকে ২৭ জোড়া নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে। ট্রেনগুলি চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। হাওড়া ডিভিশনের মধ্যে রয়েছে, বর্ধমান-রামপুরহাট ৮টি । রামপুরহাট-গুমানি ৮টি।রামপুরহাট-দুমকা-জসিডি ২টি। কাটোয়া-আজিমগঞ্জ ৮ এবং আজিমগঞ্জ -রামপুরহাটে ৪টি ট্রেন।
আসানসোল ডিভিশনে রয়েছে, বর্ধমান- আসানসোল রুটে ৮টি ,অণ্ডাল-সাঁইথিয়া ৪,আসানসোল-ধানবাদ ৪,আসানসোল-জসিডি-ঝাঁঝা রুটে ৪টি এবং অণ্ডাল -জসিডি রুটে ২টি ট্রেন চলবে।অন্যদিকে মালদা ডিভিশনে মালদা-বড়হারওয়া রুটে চলবে ২টি ট্রেন।
বেশ কিছুদিন ধরেই জেলার অন্যান্য রুটে লোকাল ট্রেন চালুর দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা। এবার পূরণ হতে চলেছে সেই দাবি।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement