এক্সপ্লোর
Advertisement
'রাজ্যের পাশে রয়েছে কেন্দ্র, এ সময় রাজনীতি হবে না' বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস প্রধানমন্ত্রীর
পরস্পরের প্রশংসায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী, " এই সময় রাজনীতি হবে না", আশ্বাস প্রধানমন্ত্রীর | বাংলাকে হাজার কোটির প্যাকেজ, মৃতদের পরিবারকে দুই লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর। উমপুন তাণ্ডবে রাজ্যে ৮০ জনের মৃত্যু। এর মধ্যে কলকাতায় মৃত ১৯ এবং বিভিন্ন জেলায় মৃত্যু ৬১ জনের। আকাশপথে মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে সঙ্গে নিয়ে আজ রাজ্যের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর। বাংলাকে ১০০০ কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বসিরহাটে ঘোষণা মোদির। সকাল ১০টা ৫০-এ কলকাতা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান ও প্রতাপচন্দ্র সারেঙ্গি। একই হেলিকপ্টারে চড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন মোদি-মমতা-ধনকড়। আকাশপথে রাজারহাট, ভাঙড়, গোসাবা, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ হয়ে তাঁরা যান বসিরহাটে। সেখানে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে ঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে মূল্যায়ন-বৈঠক করেন মোদি, মমতা ও রাজ্যপাল। রাজ্যের তরফে ক্ষয়ক্ষতি সম্পর্কিত একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। বসিরহাটে বৈঠক সেরে ওড়িশায় উমপুন-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য রওনা দেন প্রধানমন্ত্রী।
Tags :
1000 Crore Amphan Package PM Modi Amphan Narendra Modi West Bengal Modi In West Bengal Amphan ABP LIVE West Bengal Cyclone West Bengal Cyclone Amphan Amphan Cyclone Effect Modi Mamata Meeting ABP Live News Amphan Cyclone West Bengal ABP News ABP Live Amphan Cyclone Cyclone Amphan Cyclone Abp Ananda Narendra Modiজেলার
হুগলি-চুঁচুড়া পুরসভায় ফের অচলাবস্থা, বকেয়া বেতনের দাবিতে আন্দোলন
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement