Sawan Sombar 2023 : দূষণ অসুরকে বধ করেছিলেন মহাদেব ! 'শাওন সোমবারে' জানুন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বরের গল্প
সারা ভারতে শাওন পালন শুরু হয়েছে ৪ জুলাই। সেই হিসেবে আজ শাওনের দ্বিতীয় সোমবার। তবে বাংলায় ১৮ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। উজ্জয়িনী। বিখ্যাত এক পৌরাণিক শহর... ইতিহাসের শহর। এখানেই মহাকালেশ্বর মন্দিরে দেবাদিদেবের বাস, বিশ্বাস ভক্তদের। তাই এই মন্দিরে শ্রাবণে বাঁধভাঙা ভিড়। স্কন্দপুরাণ মতে, ত্রিপুরাসুরকে যুদ্ধে পরাজিত করেন স্বয়ং মহাদেব। তারপর এই জায়গার নাম রাখা হয় উজ্জয়িনী।যুগ যুগ ধরে মানুষের কাছে মহাকালেশ্বর মন্দিরের গুরত্ব যে অপরিসীম। শাওনের সময় লক্ষ লক্ষ মানুষ সব পাপ ধুয়ে ফেলতে দেবাদিদেবের শরণে আশ্রয় নেন। দূষণ নামক এক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে উজ্জয়িনী। দেবতাদের অনুরোধে মহাকালেশ্বর দূষণ অসুরকে বধ করেন। সারা দেশের মানুষ এই মহাকালেশ্বরকে দর্শন করতে জড়ো হয় শাওন মাসে।
![Chhath Puja 2024: ছট পুজোয় কার পুজো ? চার দিনে কী কী নিয়ম ? ABP LIVE Exclusive](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/06/3fad5cad04a3a15c8d14996ded2003081730903208060894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)