Rahul Dravid: জয়ের পর দ্রাবিড়ের মনের কথা! কী বললেন ভারতীয় লেজেন্ড? ABP Ananda Live
ঐতিহাসিক মুহূর্ত। চাপের মুহূ্র্তে নার্ভ না হারিয়ে, ধৈর্য্য ধরে লড়াইয়ের জয় টি২০ বিশ্বকাপ। যার উপর লেখা থাকবে টিম ইন্ডিয়ার দলগত লড়াইয়ের কাহিনি। আর এর পেছনে অন্যতম কারিগর অবশ্যই 'দ্য ওয়াল', 'মিস্টার ডিপেন্ডবল' রাহুল দ্রাবিড়। কাজেই, ১৩ বছর আগে ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর যে মুহূর্ত তৈরি করেছিলেন বিরাট, সেই একই মুহূ্র্ত ফিরিয়ে আনলেন তিনি। সেবার তিনি ঘাড়ে তুলে নিয়েছিলেন কিংবদন্তি সচিন তেণ্ডুলকরকে, আর এবার আনন্দে তুলে নিলেন রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। প্রকৃত অর্থে সম্মান জানালেন তাঁকে। কোহলির সঙ্গে হাত লাগান ক্যাপ্টেন রোহিত। যে রোহিত বরাবর কোচ দ্রাবিড়ের স্বাধীনতা দেওয়াকে কুর্নিশ জানিয়েছেন। বিরাট-রোহিত রাহুলকে তুলে উপরে ছোড়ার মুহূর্তে শামিল হলেন টিম ইন্ডিয়ার অন্যান্য সদস্যরাও।
'খেলোয়াড় হিসেবে ট্রফি পাওয়ার ভাগ্য হয়নি। কোচ হিসেবে পেলাম। আমি ভাগ্য়বান যেতে আমায় এই টিমকে কোচিং করতে দেওয়া হয়েছিল', সাক্ষাৎকারে বললেন রাহুল দ্রাবিড়।