পেয়ালার গায়ে যে ফুলের নকশা রয়েছে তা ড্যাফোডিল ফুলের মতো। এ ধরনের নকশা সাধারণত চিনে মাটিতে তৈরি বাসনে দেখা যায় না।
2/6
উল্লেখ্য, গত বছরই চিনের একটি ১,০০০ বছরের পুরানো পেয়ালা বিক্রি হয়েছিল। ওই পেয়ালা সঙ রাজবংশের আমলের। নিলামে এর দাম উঠেছিল প্রায় ২৪৫ কোটি টাকা।
3/6
এতে রয়েছে চিনের ঐতিহ্যশালী নকশার কাজ।
4/6
এই পেয়ালার উপরিভাগের আকার ৬ ইঞ্চি।
5/6
এই পেয়ালা কুইং রাজবংশের কাঙজি নামে শাসকের। তা ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ২০০ কোটি টাকায় নিলাম হয়েছে। সোথবি এশিয়ার প্রধান নিকোলাস চাউ বলেছেন, ১৮ শতকের প্রথম দিকে সম্রাট এই পেয়ালা ব্যবহার করতেন।
6/6
চিনে অষ্টাদশ শতকের কুইং রাজবংশের সময়কার একটি অত্যন্ত দুর্লভ পেয়ালা নিলামে প্রায় ২০০ কোটি টাকায় বিক্রি হল। মঙ্গলবার নিলামকারী সংস্থা সোথবির এই পাত্রটি নিলামে তোলে। নিলাম প্রক্রিয়া খুব বেশি সময় ধরে চলেনি। অল্পসময়ের মধ্যেই নিলামে বিক্রি হয়ে যায় ওই পাত্র।