এক্সপ্লোর
গাড়ি চলতে চলতে আটকে যাচ্ছিল, ইঞ্জিনে পেঁচিয়ে ৪-ফুটের পাইথন, মহিলা থ!
1/5

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শেষে সর্প-বিশারদ স্টিভ কেলার গিয়ে সাপটিকে উদ্ধার করেন। জানা যায়, সাপটি কারও পোষ্য ছিল। কোনওভাবে সেটি পালিয়ে যায়। তবে, তা ফেরত দেওয়া হবে না। কারণ, কানাডার নিয়ম অনুযায়ী, বাড়িতে ভিনদেশী জীবজন্তু রাখার অনুমতি দেওয়া হয় না।
2/5

পুলিশ জানায়, প্রথমে ভাবা হয়েছিল সাপটি বার্মিজ পাইথন। পরে জানা যায়, সেটি বল পাইথন প্রজাতির। ইঞ্জিন ও স্কিড প্লেটের মধ্যে সেটি কোনওভাবে ঢুকে পড়ে।
Published at : 27 Aug 2018 02:13 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান






















