উল্টোদিকে, বিশ্বের সবচেয়ে অখুশি পাঁচটি দেশ হল -- বুরুন্ডি, মধ্য আফ্রিকা, দক্ষিণ সুদান, তানজানিয়া ও ইয়েমেন।
2/8
এশিয়ার দেশগুলির তালিকা এরকম-- পাকিস্তান (৭৫), চিন (৮৫), ভূটান (৯৭), নেপাল (১০১), বাংলাদেশ (১১৫), শ্রীলঙ্কা (১১৬) এবং ভারত (১৩৩)।
3/8
বিশ্বের সবচেয়ে খুশি শীর্ষ পাঁচ দেশ হল-- ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইৎজারল্যান্ড।
4/8
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে খুশি দেশ ফিনল্যান্ড। এবছর নরওয়েকে পিছনে ফেলে দিয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছে ফিনল্যান্ড।
5/8
আশ্চর্যজনকভাবে, এদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলি, যেমন-- পাকিস্তান, চিন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মায়ানমার সকলেই ভারতের থেকে উঁচু জায়গায় রয়েছে।
6/8
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৮ তালিকায় ১৫৬টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৩ তম। গত বছরের তুলনায় ১১ ধাপ নিচে নেমেছে ভারত।
7/8
তালিকায় ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে দেশগুলির ক্ষেত্রে ব্যক্তিপ্রতি জিডিপি, দুর্নীতির হ্রাস পাওয়া, সামাজিত সহযোগিতা, স্বাস্থ্য, জীবনের সম্ভাবনা, সামাজিক স্বাধীনতা সামিল করা হয়েছে। একবার দেখে নেওয়া যাক ভারতকে কোন শ্রেণিতে রাখা হয়েছে।
8/8
হ্যাপিনেস কান্ট্রি বা সুখী দেশ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড নেশনস বা সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ। সেখানে একটি তালিকা পেশ করা হয়েছে। ওই তালিকাটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ ও অসুখী দেশ নিয়ে তৈরি। রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এই রিপোর্ট তৈরি করেছে। এই তালিকার জন্য কী কী মাপকাঠি ধরা হয়েছে, তাও বলা হয়েছে।