এক্সপ্লোর

Daily Astrology: মা-বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, আর্থিক ক্ষতির আশঙ্কা, কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন?

Horoscope Tomorrow : এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 

কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন? 

মেষ- একইসঙ্গে একাধিক কাজ করতে হতে পারে। তাতে ক্লান্ত বোধ করবেন। অত্যন্ত ব্যস্ত থাকাপ ফলে পরিবারকে সময় দিতে পারবেন না। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। বিশেষ করে যাঁরা রফতানি আমদানির সঙ্গে যুক্ত, তাঁদের অর্থ লাভের সম্ভাবনা। কাউকে পরামর্শ দিলে তিনি অবশ্যই তা শুনবেন। স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। কষ্টের ফল পাবেন। পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বৃষ- কোনও কাজে তাড়াহুড়ো করা যাবে না। নিয়ম মেনে সব দায়িত্ব পালন করতে হবে। নিজের কর্তব্যে অবিচল থাকতে হবে। কোনও দায়িত্ব নিয়ে থাকলে অত্যন্ত যত্নের সঙ্গে করতে হবে। তাতে অন্যের মন জয় করতে পারবেন। কোনও কিছু নিয়ে পরীক্ষা করতে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। ভ্রমণের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাতে দুর্ঘটনা হতে পাবে। অপরিচিত কাউকে বিশ্বাস করলে মারাত্মক ভুল হবে। কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনও ভুল হলে স্বীকার করতে হবে। ভুল থেকে নিতে হবে শিক্ষা। সময়ের মধ্যে কাজ শেষ করুন। 

মিথুন- কাজ নিয়ে চিন্তা বাড়বে এই রাশির জাতকদের। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দীর্ঘ দিন থেকে জমে থাকা কোনও কাজ শেষ হবে। সন্তানের কোনও সমস্যা হলে তা বোঝার চেষ্টা করুন। তা দুজনের পক্ষেই মঙ্গল। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। কোনও কাজ বাকি রেখে অফিস ছাড়বেন না। সুস্থ থাকতে উচ্চ ক্যালোরি যুক্ত খাবার এড়িয়ে চলাই শ্রেয়। কাজের চারপ থাকলেও পরিবারের সদস্যদের অবহেলা করবেন না। অবসাদ কাটাতে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। 

কর্কট- আর্থিক সঙ্কটের মুখে পড়তে পারেন। তবে কঠিন সময়ে পাশে পাবেন স্ত্রীকে। তাতে অন্যের মনও জয় করতে পারবেন। মেজাজ রাখতে হবে নিয়ন্ত্রণে। ভাষা সম্পর্কে সচেতন হতে হবে। আপনার ব্যবহারে অন্য কেউ আঘাত পেতে পারেন। বাবা-মায়ের চিকিৎসার জন্য অর্থ ব্যয়ের আশঙ্কা। কর্মক্ষেত্রে দক্ষতা দেখাতে পারবেন। পারিবারিক বিবাদ হতে পারে। কথা বলে মিটিয়ে নিতে হবে সমস্যা।

সিংহ- খাবার নিয়ে সতর্ক থাকতে হবে। সম্পত্তির ভাগ পেতে পারেন। আপনার ব্যবহারে দুঃখ পেতে পারেন মা। পরিবারের কেউ সাহায্য চাইলে হাত বাড়িয়ে দিন। কর্মক্ষেত্রে কাজ নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন। দিনভর কাজ নিয়ে ব্যস্ততা থাকবে। তাতে মেজাজ খিটখিটে হতে পারে। পরিবারের কোনও সদস্যের থেকে ভাল খবর পেতে পারেন। আশাবাদী মনোভাব বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে ঢুকলে তা নিয়ে সমস্যা হতে পারে। সৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা সঙ্কটে পড়তে পারেন। 

কন্যা- আয় বুঝে ব্য়য় করা প্রয়োজন। নজর দিতে হবে সঞ্চয়ের দিকেও। তাতে ভবিষ্য়ৎ পরিকল্পনাও সহজ হবে। ভুল স্বীকার করে নিন। অন্যের ঘাড়ে দোষ চাপাবেন না। একই ভুল বারবার করবেন না। বাড়ির কাজে নজর দিন। কোনও অতিথি আসতে পারেন আজ বাড়িতে। তাতে সুন্দর সময় কাটবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। খাওয়াদাওয়া করতে হবে নিয়ম মেনে। আয়ের বিকল্প কৌশল নিতে হবে। পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না। সঙ্গীর সঙ্গে সময় কাটান। তাতে সমস্যা মিটবে। চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।

তুলা- মানসিক অবসাদ বাড়তে পারে। আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের করতে পারেন। কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন। স্বামীর পরামর্শ মেনে চলুন। কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেন কোনও পড়ুয়া। পরিবারে কোনও সদস্যের বিয়ের কথা পাকা হতে পারে। অন্যের নজরের কারণ হতে পারেন। জমি বিক্রি করতে পারেন। তাতে মোটা অঙ্কের টাকা পাবেন। ইতিবাচক পরিবেশ বজায় থাকতে হবে। সঙ্গীর আবেগের গুরুত্ব দিতে হবে। ব্যস্ততা থাকলেও নিজের সময় বের করতে হবে। 

বৃশ্চিক- কাজে নিয়ে সমস্যা বজায় থাকবে। তবে আশা অনুযায়ী লাভ না পেলে মন খারাপ হবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে। কোনও তথ্য পেলে তা ফেলে রাখবেন না। বিনিয়োগের বিষয়ে বন্ধুর পরামর্শ নিতে পারেন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে মন ভাল হবে। সঞ্চয়ের বিষয়ে বাধা আসতে পারে। বাড়ি যাওয়ার আগে জমে থাকা কাজ শেষ করতে হবে। পুরনো কোনও পরিচিতর সঙ্গে দেখা হতে পারে। 

ধনু- কোনও ফাঁদে পা দেবেন না। তাতে সতর্ক থাকতে হবে। আলসেমির কারণে সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে রাজনীতির কারণে সমস্যা বাড়বে। কাজের পরিবেশ নষ্ট হবে। আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। আপনার কোনও পরামর্শ সহকর্মীরা মেনে নেবেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা। হাইপারটেনশনের সমস্যা হতে পারে। পরিবারের কারও থেকে কোনও কিছু আশা করবেন না। প্রেমের সম্পর্কে দারুণ সময়। 

মকর- সাফল্যের মুখ দেখতে পারবেন। তবে বিভ্রান্ত হতে পারেন। আর্থিক দিক থেকে কোনও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা। বাড়িতে অতিথি আসতে পারেন। কাউকে কোনও টাকা ধার দেবেন না। পরিবারের কেউ কোনও বিষয় মনখারাপ করতে পারেন। তাঁর পাশে দাঁড়ান। ব্যস্ততা থাকলেও শরীর থাকবে সুস্থ। জ্ঞান এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অন্যের মন জয় করতে পারবেন। জমে থাকা কোনও কাজ বা প্রজেক্ট শেষ হতে পারে। ভাষার ব্যাপারে সতর্ক হতে হবে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। 

কুম্ভ- দুশ্চিন্তা কাটিয়ে উঠতে হবে। শিশুদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। পড়ুয়াদের পড়াশোনা নিয়ে কোনও সমস্যা আসতে পারে। তাই নিজের কাজের দিকে নজর দিতে হবে। পরিবারের কারও সঙ্গে বিবাদ হতে পারে। যা নিয়ে পড়ে আফশোস হবে। আপনার উপস্থিতিতে অন্যের মন ভাল হবে। আর্থিক ক্ষতির মিখ দেখতে পারেন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। নতুন কোনও কিছু শুরু করতে পারেন। আবেগের ফল ভুগতে হতে পারে। 

মীন- কাজ শেষ করতে গিয়ে বাধা আসতে পারে। অর্থ আয় ভুল পথ বেছে নেবেন না। তাতে পরে সমস্যা বাড়বে। আর্থিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা বজায় থাকবে। সন্তানকে নতুন কোনও কোর্সে ভর্তি করাতে পারেন। পরিবারের সদস্যদের নিজের মনের কথা বলুন। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে দুর্ব্যবহারের ফল ভুগতে হবে। মোবাইল, ল্যাপটপ নিয়ে দীর্ঘক্ষণ সময় নষ্ট হবে। সময় নষ্ট হওয়ার ফল ভোগ করতে হবে পড়ে। প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেলে শারীরিক সমস্যা দূর হতে পারে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Tiger Attacked: জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
Fixed Deposit : রেপো রেট কমতেই ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল, এখন কত পাবেন প্রবীণ নাগরিকরা ? 
রেপো রেট কমতেই ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল, এখন কত পাবেন প্রবীণ নাগরিকরা ? 
Moipith Incident : বাঘে-মানুষে টানাটানি। ফের শিরোনামে মৈপীঠ। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা
বাঘে-মানুষে টানাটানি। ফের শিরোনামে মৈপীঠ। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা
Mutual Funds: ২৫ শতাংশের বেশি রিটার্ন, এগুলি বাজারের সেরা পাঁচ মিউচুয়াল ফান্ড
২৫ শতাংশের বেশি রিটার্ন, এগুলি বাজারের সেরা পাঁচ মিউচুয়াল ফান্ড
Advertisement
ABP Premium

ভিডিও

Chok Bhanga 6Ta: কোন ফর্মুলায় যোগ্য-অযোগ্য আলাদা ?২৬ হাজার চাকরির কী ভবিষ্যৎ ?ধোঁয়াশা একাধিক প্রশ্নেSSC : 'কাউকে কি বাঁচানোর চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন ?', প্রশ্ন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়েরShipra Express : ট্রেনের এসি কামরাতেই 'চরম হেনস্থা' বাঙালি যাত্রীদের। প্রতিবাদ করলে মারধর !SSC hearing : ২৬ হাজার চাকরির কী ভবিষ্যৎ ? সুপ্রিম কোর্টে শুনানির পরে রায়দান স্থগিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Attacked: জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
Fixed Deposit : রেপো রেট কমতেই ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল, এখন কত পাবেন প্রবীণ নাগরিকরা ? 
রেপো রেট কমতেই ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল, এখন কত পাবেন প্রবীণ নাগরিকরা ? 
Moipith Incident : বাঘে-মানুষে টানাটানি। ফের শিরোনামে মৈপীঠ। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা
বাঘে-মানুষে টানাটানি। ফের শিরোনামে মৈপীঠ। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা
Mutual Funds: ২৫ শতাংশের বেশি রিটার্ন, এগুলি বাজারের সেরা পাঁচ মিউচুয়াল ফান্ড
২৫ শতাংশের বেশি রিটার্ন, এগুলি বাজারের সেরা পাঁচ মিউচুয়াল ফান্ড
 Stock Market Crash: মোদির দিল্লি জয় বাঁচাতে পারল না ! একদিনে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি, কেন আজ পড়ল বাজার ? 
মোদির দিল্লি জয় বাঁচাতে পারল না ! একদিনে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি, কেন আজ পড়ল বাজার ? 
Gold Price : একদিন দু'বার বাড়ল সোনার দাম, আজ রাজ্যে কত যাচ্ছে রেট ?
একদিন দু'বার বাড়ল সোনার দাম, আজ রাজ্যে কত যাচ্ছে রেট ?
Moipith Incident : মৈপীঠে বাঘের মুখে বনকর্মী ! নেপথ্যে বনদফতরের গাফিলতি ? কী বললেন DFO ?
মৈপীঠে বাঘের মুখে বনকর্মী ! নেপথ্যে বনদফতরের গাফিলতি ? কী বললেন DFO ?
National Games: বাংলাকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সুতীর্থা-ঐহিকা-অনির্বাণরা, এক নয়, এল জোড়া সোনা
বাংলাকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সুতীর্থা-ঐহিকা-অনির্বাণরা, এক নয়, এল জোড়া সোনা
Embed widget