Daily Astrology: পেটের সমস্যা বাড়তে পারে, শুক্রবারে কার আর্থিক লাভ?
Horoscope Tomorrow : এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন?
মেষ- কাজের আগে কী কী করতে হবে তার তালিকা তৈরি করে নিন। তাতে পরিকল্পনা সহজ হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। বিশেষ যত্ন নিতে হবে। মরসুমি ফল, শাক সবজি খেতে হবে রোজ। আশা অনুযায়ী সঞ্চয় নাও করতে পারেন ব্যবসায়ীরা। তাতে মনে অশান্তি বাড়বে। সোশাল মিডিয়া ভুল তথ্যের বিষয় সতর্ক হতে হবে। কোনও ভুল তথ্য শেয়ারের ব্যাপারেও সতর্ক হওয়া প্রয়োজন। স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলুন। তাতে বৈবাহিক জীবন সুখের হবে।
বৃষ- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজনের কারণ হতে পারেন। কোনও সংক্রমণ হতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যবসায়ীদের আরও যোগাযোগ বাড়ানো প্রয়োজন। তাতে লাভ বাড়বে। ভাষা ব্যবহারে সতর্ক হতে হবে। বিশেষ করে বড়দের সঙ্গে কথা বলার বিষয়ে। বাবা মায়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। তাতে দিনভর মানসিক চাপে ভুগবেন। প্রেমের সম্পর্কে থাকলে সেই সম্পর্ক সম্মান দিতে শিখুন।
মিথুন- কর্মক্ষেত্রে প্রয়োজনে বাইরে বেশি কথা বলবেন না। তাতে সমস্যা বাড়তে পারে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। ট্রাফিক নিয়ম মানতে হবে। পণ্য নিয়ে সমস্যায় ভুগতে পারেন ব্যবসায়ীরা। তাই দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে। কেরিয়ার নিয়ে চিন্তা বাড়তে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। তবেই পারিবারিক সমস্যা থাকলে তা বুঝতে পারবেন।
কর্কট- কর্মক্ষেত্রে অধীনস্থদের নতুন কিছু শেখাতে পারবেন। তাতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বাড়বে। প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে সমস্যা বাড়বে। হতে পারে পিঠে এবং পায়ে ব্যথা। ব্যবসায়ীদের পণ্যের বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ভাষার বিষয়ে সতর্ক হতে হবে। নাহলে তা কেরিয়ারে সরাসরি প্রভাব পড়বে। ভাইবোনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। তাদের যত্ন নিতে হবে।
সিংহ- সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনও নেতিবাচক বিষয় সামনে আসতে দেবেন না। তাতে সমস্যা বাড়বে। হাত পারে আর্থিক ক্ষতি। হাঁটা চলায় সাবধান। আঘাতের আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তি বাড়বে। যা সরাসরি সন্তানের উপর প্রভাব পড়তে পারে।
কন্যা- কেরিয়ারে উত্থান পতনের চলতে থাকলে তা থেকে অবশেষে মুক্তি মিলবে। তাতে মানসিক শান্তি বাড়বে। শরীরের যত্ন নিতে হবে। তাই পুষ্টিকর খাবার নিতে হবে। ব্যবসায়ীদের নিজেদের পণ্যের বিষয়ে সতর্ক হতে হবে। চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। বৈবাহিক জীবনে অশান্তি বাড়তে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। তবেই লক্ষ্য পূরণ করা সম্ভব।
তুলা- কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে কথা বলতে হবে সহকর্মীদের সঙ্গে। বাবা মায়ের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ব্যবসায়ীদের অর্থের প্রয়োজন হতে পারে। ভাইবোনের থেকে টাকা ধার চাইতে পারেন। লোন নেওয়া যেতে পারে। বুঝে কথা বলুন, নাহলে বড় ঝামেলায় জড়াতে পারেন।
বৃশ্চিক- কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন। পেটের সমস্যায় ভুগতে পারেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। পর্যাপ্ত জল পান করতে হবে। ব্যবসায়ীদের বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিতে হবে প্রয়োজনে। তাই লাভ বাড়বে। পরিবারের কোনও সদস্যের বিয়ে স্থির হতে পারে। কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। আত্মীয়র সঙ্গে দেখা করতে পারেন।
ধনু- বাড়ির প্রয়োজনে দ্রুত কাজ শেষ করতে হবে। শান্ত থাকতে হবে। তাতে শরীরও ভাল থাকবে। যোগাসন করতে পারেন। ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিস সন্তানের থেকে দূরে রাখুন। নাহলে তা তার উপর প্রভাব ফেলবে।
মকর- পদোন্নতি হতে পারে। সার্বিকভাবে সুস্থ থাকতে মর্নিং ওয়াক বা যোগাসন করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনও সমস্যা চললে তা মিটে যেতে পারে।পড়াশোনার চাপ বাড়তে পারে। তবে তার মধ্যেও বিশ্রাম নিতে হবে। প্রেমের সঙ্গে দারুণ সময়। প্রয়োজনে অপ্রয়োজনে সঙ্গীকে পাশে পাবেন।
কুম্ভ- কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনও ভুল হয়ে যেতে পারে। দীর্ঘদিনের রোগ থেক মুক্তি মিলবে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বাবা মায়ের সমর্থন পাবেন। আর্থিক ব্যয় বাড়বে। তবে বুঝে খরচা করতে হবে।
মীন- কাজের ক্ষেত্রে ধৈর্য্য ধরতে হবে। তবে সাফল্য আসবে। শারীরিক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মরসুমি ফল, শাক সবজি খেতে হবে। ব্যবসায়ীদের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সন্তানের সঙ্গে সময় কাটান। মানসিক চাপ বাড়তে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।