Astro Tips: আজ কোনও শুভকাজ করতে চান ? কখন সারতে পারেন ?
Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৯ পৌষ, ৫ জানুয়ারি -
সূর্যোদয় - সকাল ৬টা ২৪ মিনিট
সূর্যাস্ত - সন্ধে ৫টা ১ মিনিট
বারবেলাদি - ৯:৩ গতে ১১:৪৩ মধ্যে
কালরাত্রি - ৮:২২ গতে ১০:২ মধ্যে
যাত্রা - মধ্যম পশ্চিমে নিষেধ, অপরাহ্ন ৪:২৫ গতে পূর্বে উত্তরেও নিষেধ, রাত্রি ৮:১ গতে মাত্র পশ্চিমে নিষেধ
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ রাশি - দিনটি ভাল যাবে। চাকুরিজীবিরা নিজেদের কাজ যতটা সম্ভব গোপনে রাখুন। ব্যবসায়ীরা এদিন বাজারের ধার মিটিয়ে দিন। তাহলে সুনাম বজায় থাকবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না এদিন। ভাইবোনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।
বৃষ রাশি - সহকর্মীদের একাংশ এদিন নানা ভাবে বাধা দেবে, মাথা ঠান্ডা রাখুন। খুচরো ব্যবসায়ীরা গ্রাহকদের দিকে মনোযোগ দিন। পণ্যের গুণমান নিয়েও সতর্ক থাকুন। এদিন নতুন চাকরির যোগাযোগ হতে পারে। এদিন কারও কাছ থেকে টাকা ধার করবেন না। ঠান্ডা লাগলে সমস্যা বাড়বে, সাবধানে থাকা প্রয়োজন।
মিথুন রাশি - এদিন চাকরির জায়গায় পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে কারও কারও ক্ষেত্রে সংশয়ও থাকতে পারে। তেমন হলে মুষড়ে পড়বেন না। সুযোগ অবশ্যই আসবে। কাঠের ব্যবসায়ীদের জন্য ভাল দিন হতে পারে এটি। যেকোনও বিষয়ের প্রস্তুতি নিষ্ঠার সঙ্গে নিতে হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।
কর্কট রাশি - অন্যদিনের তুলনায় এদিন কোনও কাজের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। উন্নতি বা পদোন্নতি পেতে গেলে পরিশ্রমের উপর নির্ভর করেই মিলবে। হার্ডওয়ার নিয়ে যাঁরা ব্যবসা করেন তাঁরা এদিন লাভের মুখ দেখতে পারেন। এদিন কোনওরকম বিবাদে এড়িয়ে চলাই ভাল। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ রাশি - দিনটি ভাল যাবে। যাঁরা চাকরি করছেন এদিন তাঁদের অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। সেই দায়িত্ব সামলাতে পারলেই ভবিষ্যতে উন্নতির সুযোগ মিলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন আপনি। হোটেল বা রেস্তরাঁ সংক্রান্ত ব্যবসায় যাঁরা রয়েছেন, এদিন তাঁদের ভাল লাভ হতে পারে। তবে ব্যবসায়ীরা নিজেদের কর্মচারীদের দিকে নজর দিন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।
কন্যা রাশি - এদিন বদলি হতে পারে কোনও কোনও চাকরিজীবীর। ব্য়বসায়ীরা কোনও নতুন পরিকল্পনা কাজে লাগাতে দেরি করবেন না। প্রতিভা থাকলে তা কাজে লাগাতে হবে, তাহলেই নিশ্চিত সাফল্য আসবে। পরিবারের কোনও সদস্য ভুল করলে তা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি - যাঁরা চাকরি করছেন, তাঁরা এদিন কারও সঙ্গে থেকে কাজ করার দায়িত্ব পেতে পারেন। কাজ শেখার জন্য কারও না কারও অধীনে কাজ করতে হতে পারে, তাতে সমস্যা হবে না। বরং কাজ শিখে কেরিয়ারের অগ্রগতি প্রশস্ত হবে। স্টিল বা স্টিল সংক্রান্ত কোনও ব্যবসা থাকতে লাভের মুখ দেখতে পারেন। এদিন কোনও পারিবারিক বিতর্কে কোনও পক্ষ নেবেন না। বরং নিরপেক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করুন। সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি- কাজের জায়গায় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভাল যোগাযোগ বজায় রাখতে হবে। তাঁদের সঙ্গে যোগাযোগ করলেই ভবিষ্যতে অনেক সুযোগ খুলে যেতে পারে। পদোন্নতি মিলতে পারে, বেতনও বাড়তে পারে। শস্য ব্যবসায় যাঁরা রয়েছেন, এদিনটি তাঁদের জন্য ভাল। আর্থিক উন্নতি হতে পারে, পরিবারে সুখ ও সমৃদ্ধি আসবে। শান্ত থাকলে পারবারিক সমস্যার সমাধান হবে।
ধনু রাশি- কোথাও চাকরির আবেদন করে থাকলে, নির্বাচিত তালিকায় আপনার নাম আসতে পারে। তবে এই খবর যতটা সম্ভব গোপন রাখবেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন, বিশেষ করে যাঁরা বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসা করছেন। এদিন তাঁরা ভাল লাভ পেতে পারেন। উপার্জন সংক্রান্ত কোনও তথ্য কারও সঙ্গে ভাগ করবেন না। পুরনো কোনও আত্মীয়র সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে।
মকর রাশি - দিনটি মোটের উপর ভাল যাবে। অফিসের কোনও কাজ তাড়াহুড়ো করে করবেন না। সেরকম করলে কাজের ক্ষতি হবে। ব্যবসায়ীরা বড় কোনও অর্ডার পেলেও পেতে পারেন। যে কাজই করবেন মন দিয়ে করলে ফল মিলবেই। পরিবারের বড়দের রাগাবেন না। স্বাস্থ্য ভাল যাবে। চোখ নিয়ে সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
কুম্ভ রাশি - কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবে। অধস্তন কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীরাও তাঁদের কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। যাঁরা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাঁরা বাড়ি ফেরার জন্য ভাবতে পারেন। যাঁরা অন্তঃসত্ত্বা তাঁরা তাঁদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
মীন রাশি - পুরনো সংস্থা থেকে নতুন করে চাকরির প্রস্তাব আসতে পারে। বর্তমান চাকরির চেয়ে পদ ও অর্থ বেশি পেলে এই প্রস্তাব গ্রহণ করতে পারেন আপনি। দুধের ব্যবসায়ীরা এদিন অনেকটাই লাভ করতে পারবেন। পণ্যের গুণমান বজায় রাখলে আরও লাভ বাড়বে। নিজের উপর বিশ্বাস রাখুন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।