Astro Tips : আজ কোন কোন শুভকাজ করা যেতে পারে ? যাত্রা কেমন ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৭ বৈশাখ, ১ মে -
সূর্যোদয়- সকাল ৫টা ৯ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ০ মিনিট
কালবেলাদি- ৬:৪৬, গতে ৮:২২ মধ্যে ও ২ : ৪৭ গতে ৪:২৪ মধ্যে
কালরাত্রি- ১০:১১, গতে ১১:৩৫ মধ্যে
যাত্রা- শুভ পূর্বে নিষেধ, অপরাহ্ন ৪:৫২ গতে উত্তরেও নিষেধ, অপরাহ্ন ৫:১৫ গতে অগ্নিকোণে ঈশানেও নিষেধ, রাত্রি ৮:৫১ গতে মাত্র পূর্বে ও উত্তরেও নিষেধ
শুভকাজ- দীক্ষা, বিক্রয়বাণিজ্য, বৃক্ষাদিরোপণ, বিবাহ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে সাপ্তাহিক রাশিফল
মেষ - এই সপ্তাহটা আপনার জন্য কঠিন। আপনার নিয়ন্ত্রণে থাকবে না কিছু। বাড়িতে উদ্বেগে থাকবেন। ছাত্রদের পক্ষে সপ্তাহটা সমস্যাবহুল। অতীতের সঞ্চয় থেকে লাভবান হবেন। স্বাস্থ্য-সংক্রান্ত কোনও সমস্যা থাকবে না। তবে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বাড়িতে নেতিবাচক পরিবেশ থাকতে পারে।
বৃষ- সপ্তাহটা আনন্দের। বাড়িতে ভাল পরিবেশ থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। আপনার কেরিয়ারের পক্ষে সপ্তাহটা ভাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবেন। প্রয়োজনীয় জিনিসের জন্য অর্থ ব্যয় করতে সক্ষম হবেন। কাউকে দেওয়ার জন্য উপহার কিনতে পারেন। স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা ভাবছেন। গরমের এই মরসুমে স্বাস্থ্য নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ডায়েটে নজর দিন। বাড়িতে সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে।
মিথুন- এ সপ্তাহটা অনেক সম্ভাবনার। ব্যবসায় ভাল চুক্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের উন্নতি হবে। বেড়াতে যেতে পারেন। কাজের জায়গায় ভাল পরিবেশ থাকবে। ছাত্র এবং শিল্পীদের পক্ষেও সপ্তাহটা চমৎকার। সঙ্গীর জন্য বিলাসবহুল কোনও জিনিস কিনতে পারেন। সঞ্চয়ের দিকেও নজর দিন। এ সপ্তাহে খুবই উৎসাহী থাকবেন। স্বাস্থ্যকর খাবার খান এবং সুস্থ থাকুন।
কর্কট- এ সপ্তাহে মারাত্মক আর্থিক সমস্যা দেখা দিতে পারে। তা নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। আত্মীয়রা আপনাকে সাহায্য করতে চাইবেন। এই সময়ে অতীতের সঞ্চয় কাজে আসবে। স্বামী-স্ত্রীর মধ্যে এই সপ্তাহে সব বিষয় পরিষ্কার থাকা উচিত। অবিবাহিতদের জন্য সপ্তাহটা হতাশাজনক। ঠান্ডা লাগা, জ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে। ছাত্র এবং ব্যবসায়ীদের জন্যও সপ্তাহটা প্রতিকূল।
সিংহ- এ সপ্তাহটা আপনরা পক্ষে লাভজনক। চারপাশের মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন। এ সপ্তাহে আপনার সেরকম কোনও আর্থিক সমস্যা থাকবে না। বাড়ির খরচ-খরচা সফলভাবে মিটিয়ে ফেলবেন। ছাত্রদের জন্য সপ্তাহটা ভাল। অভিনেতারা নিজেদের অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করতে পারবেন। পার্টনারের সঙ্গে কিছু ভাল সময় কাটাতে পারেন। অবিবাহিতদের সময়টা ভাল। স্বাস্থ্যও ভাল থাকবে। তবে, সতর্ক থাকা জরুরি। খাবার খাওয়া ও ঘুমানোর সময় নিয়ে সচেতন থাকুন।
কন্যা- এ সপ্তাহে আর্থিক চাপ থাকতে পারে। তবে, বেশি চিন্তা না করাই ভাল। সঠিক সুযোগের জন্য অপেক্ষা করুন। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহটা চ্যালেঞ্জের। ছোটখাট স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন। তবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। অস্বাস্থ্যকর বিষয় এড়িয়ে যান। যোগা করতে থাকুন। কঠিন এই সময়ে ভালবাসার মানুষটি আপনার পাশে থাকবে। অবিবাহিতদের জন্যও সপ্তাহটা ভাল।
তুলা- অফিসে চাপ থাকবে। আপনি নিজের সেরাটা দিলেও সপ্তাহটা শেষ হবে হতাশা নিয়ে। ব্যবসাতেও লাভ নেই এসপ্তাহে। বাড়ির কিছু জিনিস ছাড়া এ সপ্তাহে খরচ করতে পারবেন না। অতীতের সঞ্চয় কাজে আসবে। সঙ্গীর সঙ্গে এসপ্তাহে বিবাদের সম্ভাবনা। বড়দের কাছ থেকে পরামর্শ নিন। অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে যান। এ সপ্তাহে মৃদু জ্বর আসতে পারে। খাবারের যত্ন নিন এবং অস্বাস্থ্যকর অভ্যাস এড়িয়ে যান।
বৃশ্চিক- অনুভূতিশীল হওয়ার চেষ্টা করুন। কাউকে আঘাত করবেন না। নতুন বন্ধু হতে পারে। অজানা কাউকে বিশ্বাস করবেন না। অফিসে এ সপ্তাহে কারও সঙ্গে আলোচনায় জড়াবেন না। সঙ্গীর সঙ্গে চমৎকার মুহূর্ত কাটবে। একসঙ্গে ভ্রমণে যেতে পারেন। নিজের চাহিদার কথা জানান। সম্পত্তি ব্যবসায় টাকা বিনিয়োগ করতে পারেন। কিছু মানুষকে এ সপ্তাহে আপনি সাহায্য করতে পারেন। খাদ্যাভ্যাসে নজর দিন।
ধনু- যেসব সমস্যায় আপনি জড়িয়ে ছিলেন এতদিন, সেগুলির এবার সমাধান হতে পারে। মনে রাখবেন, ধৈর্য্যের কারণে এটা হবে। এ সপ্তাহে সব ধরনের খরচা করতে পারবেন। বাড়ির জন্য কিছু বিলাসবহুল জিনিস কিনতে পারেন। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটবে। এ সপ্তাহে স্বাস্থ্যও ভাল থাকবে। তবে, যাতে পর্যাপ্ত সময় ঘুমাতে পারেন সেদিকে নজর দিন।
মকর- কেরিয়ারে এ সপ্তাহে কিছু ভাল সুযোগ আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার প্রতিভা প্রশংসিত হবে। এ সপ্তাহে অনেক রকম জিনিসের কেনাকাটায় ব্যয় হবে। এর পাশাপাশি খাবার-দাবারেও হবে খরচ। তাতে অবশ্য আপনার কোনও সমস্যা হবে না। সঙ্গীর সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। ডায়েট ঠিকঠাক রাখুন এবং পর্যাপ্ত সময় ঘুমাতে পারেন।
কুম্ভ- এ সপ্তাহটা আপনার কাছে অসাধারণ। নতুন ব্যবসায় লাভ। এ সপ্তাহে কিছু ভাল জায়গায় ঘুরতে যেতে পারেন। কেরিয়ারে ভাল সুযোগ আসবে। স্ত্রীকে বিশেষ কিছু উপহার দিতে পারেন। এ সপ্তাহটা অনেক উৎসাহে কাটবে। তবে, ডায়েট নিয়ে সচেতন থাকুন।
মীন- পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করে সপ্তাহটা কাটবে। সঙ্গীর সঙ্গে ভ্রমণে যেতে পারেন। কেরিয়ারে ভাল সুযোগ আসবে। আপনার নতুন ব্যবসা ভাল ফল দেবে। শুধু আশাবাদী থাকুন। বাবা-মাকে কিছু দামি উপহার দিতে পারেন। গেট-টুগেদারেও খরচা করতে পারেন। এ সপ্তাহে আপনার স্বাস্থ্য ভাল থাকবে। বাড়িতেও ভাল সময় কাটবে। স্বাস্থ্যের একটু যত্ন নিন। জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।