Lake Avenue | শনিবার শুরু হল, লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ আয়োজিত 'পাড়ার জলসা’
ABP Ananda LIVE | সুরে সুরে ২১ বছর পার। শনিবার শুরু হল, লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ আয়োজিত 'পাড়ার জলসা’। কাল, রবিবার পর্যন্ত চলবে সুরেলা সফর।
আরও খবর...
প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। মোদিকে গঙ্গায় ছুড়ে ফেলে দেব, আক্রমণ তৃণমূল সাংসদের। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে তৃণমূলের মিছিল থেকে আক্রমণ। মোদিকে বেলাগাম আক্রমণ প্রাক্তন ফুটবলার ও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের
একদিকে, বহরমপুরে ভোটের প্রচারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অন্য়দিকে, ডোমকলে সভা হুমায়ুন কবীরের। প্রচার মঞ্চে ২ জনেরই টার্গেট অধীর চৌধুরী। ২ জনই আক্রমণ শানালেন, কংগ্রেসের প্রাক্তন সাংসদকে। পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিও।
বেলডাঙায় বেলাগাম নৈরাজ্য, ৩০ ঘণ্টা পরে ঘুম ভাঙল পুলিশের! ৩০ ঘণ্টা পরে পথে পুলিশ, এখনও পর্যন্ত গ্রেফতার ৩০ । বেলডাঙা থানা থেকে মাত্র ১ কিমি দূরে বড়ুয়ামোড়ে তাণ্ডব। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার ক্যাম্প ভাঙচুর। ফের তাণ্ডব, ফের ভাঙচুর, ফের রাস্তা অবরোধ। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তপ্ত বেলডাঙা। কাল থেকে অবাধে তাণ্ডব, অবশেষে রাস্তায় নামল পুলিশ! বেলডাঙা স্টেশনে বিক্ষোভের জেরে বন্ধ করে দিতে ট্রেন চলাচল। পথ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর । বহরমপুর থেকে কলকাতাগামী বাসে ভাঙচুর, আহত ৪ যাত্রী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
















