Astro Tips : দিনটি কেমন ? কোনও শুভকাজ করা যায় ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক (Festival) বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৩০ শ্রাবণ, ১৬ অগাস্ট -
সূর্যোদয়- সকাল ৫টা ১৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬টা ৭ মিনিট
কালবেলাদি- ৮:২৯ গতে ১০:৫ মধ্যে ও ১১:৪২ গতে ১:১৮ মধ্যে
কালরাত্রি- ২:২৯ গতে ৩:৫৩ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- দিবা ২:১৫ গতে বিক্রয়বাণিজ্য, ধান্যচ্ছেদন, গোবিক্রয়াদি
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- খেলায় অংশ নিতে পারেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগে মন দিন। বড়দের আশীর্বাদ পাবেন। ইতিবাচক মনোভাবে অফিসের পরিবেশ ভাল থাকবে।
বৃষ- অস্থীর মনোভাবের ফলে সঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। বাড়ির জিনিস কিনতে প্রচুর অর্থব্যয়ের আশঙ্কা। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ।
মিথুন- বন্ধুর সাহায্য পাবেন আজ। অতীতের কোনও বিনিয়োগ করে থাকলে আজ তা থেকে লাভ পেতে পারেন। অন্যের বিরক্তির কারণ হতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।
কর্কট- উচ্চ ক্যালোরিযুক্ত খাবার একেবারেই নয়। আর্থিক সঙ্কটে সঙ্গীর পাশে দাঁড়ান। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের আশঙ্কা। কারোর কথায় খারাপ লাগতে পারে। সুযোগ হাতছাড়া নয়।
সিংহ- ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে বন্ধন দৃঢ় হবে। ভুল হলে ভালবাসার স্বার্থে ক্ষমা চাওয়া বুদ্ধিমানের কাজ হবে।
কন্যা- আপনার বুদ্ধিমত্তার জন্য চারপাশের পরিবেশ সুন্দর হবে। আশা অনুযায়ী আর্থিক লাভ হবে না। সৃজনশীল কাজ করতে পারবেন। আপনার মুখে হাসি ফোটানোর জন্য করবেন স্ত্রী।
তুলা- কাজে শক্তি পাবেন। যৌথ উদ্যোগে কোনও কাজ শুরু করতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা। সঙ্গীর খারাপ সময়ে পাশে দাঁড়ান। কাজের চাপে বৈবাহিক সম্পর্কে হতে পারে।
বৃশ্চিক- কারোর সঙ্গে পরিচয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। বৈবাহিক জীবন সুখের হবে।
ধনু- অযথা অর্থ ব্যয়ে নয়। পরিবারকে সময় দিন। মনের ভাব প্রকাশে সমস্যা হতে পারে সঙ্গীর। ঊর্ধবতন কর্তৃপক্ষের বিরাগভাজনের কারণ হতে পারেন। বিশ্রামের সময় কাজের চাপ হতে পারে।
মকর- ধূমপান ত্যাগ করুন। সব দিক বিবেচনা করে বিনিয়োগ করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতি রাখতে চেষ্টা করুন। আপনার গুরুত্ব বুঝবেন স্ত্রী।
কুম্ভ- আত্মবিশ্বাস বজায় থাকবে। কাজ সামলে নিজের জন্য সময় পাবেন। অযথা সন্দেহ করবেন না। কোনও বিষয়ে সমস্যায় থাকলে কথা বলে মেটানোর চেষ্টা করুন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান।
মীন- আশাবাদী মনোভাব বজায় রাখুন। নেতিবাচক ভাবনা আসতে দেবেন না। আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে। মন ভাল রাখতে বই পড়ুন। কঠিন সময় ভাইকে পাশে পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।