Astro Tips: অষ্টমী পুজোয় কোন সময়ে শুভ কাজ করলে ভাগ্য ফিরতে পারে? কী বলছে পাঁজি?
Daily Panjika : বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৪ কার্তিক, ২২ অক্টোবর-
সূর্যোদয়- সকাল ৫টা ৫০ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৪৩ মিনিট
বারবেলাদি- ৮.৪৮ থেকে ১১.৪৬ পর্যন্ত
কালরাত্রি- ৮.৪৪ থেকে ১০.১৫ পর্যন্ত
যাত্রা- নেই
শুভকাজ- ক্রয়বাণিজ্য, বিক্রয়বাণিজ্য, বিপণ্যারম্ভ, কারখানারম্ভ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ রাশি: আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান।
বৃষ রাশি: আপনার স্বাস্থ্য আজ ঠিকঠাক থাকবে। পাশাপাশি, আজ আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোনো একজন প্রতিবেশীর সাথে ঝগড়া হওয়ার কারণে আজ আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে।
কর্কট রাশি: আজ কোথাও বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন। স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হন।
সিংহ রাশি: আপনার কোনো উদ্ভট পরিকল্পনার কারণে আজ অর্থের অভাব দেখা দিতে পারে। স্বাস্থ্য সুন্দর থাকবে আজ।
কন্যা রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরোনো কাজের প্রশংসা করা হতে পারে। পাশাপাশি, আপনার কর্মদক্ষতার জেরে আপনার পদোন্নতিও হতে পারে।
তুলা রাশি: অতীতের কঠোর পরিশ্রমের জেরে আজ আপনার কোনো বহুপ্রতিক্ষিত স্বপ্ন পূরণ হবে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক মানসিকতা পরিত্যাগ করুন।
বৃশ্চিক রাশি: আপনার কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে। যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থও ব্যয় করতে হতে পারে।
ধনু রাশি: বন্ধুদের কাছ থেকে আজ কোনো কাজে বিপুল সহায়তা পাবেন। সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন।
মকর রাশি: আপনার লক্ষ্যপূরণের জন্য দুর্দান্ত সুযোগ পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটি ভালো।
কুম্ভ রাশি: আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান।
মীন রাশি: আজ কোথাও বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন। প্রেমের জীবনে আজ কোনো অবিশ্বাস্য মোড় আসবে।
ডিসক্লেমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।