Astro Tips: দিনের ভাল-খারাপ সময় কখন ? আজ কোনও শুভকাজ করা যায় ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (paji) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র (astrology) অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৩ ভাদ্র, ৩১ অগাস্ট -
সূর্যোদয়- সকাল ৫টা ২১ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ৫৫ মিনিট
কালবেলাদি- ২:৪৬ গতে ৫:৫৫ মধ্যে
কালরাত্রি- ১১:৩৮ গতে ১:৪ মধ্যে
যাত্রা- মধ্যম দক্ষিণে বায়ুকোণে ও নৈর্ঋতে নিষেধ, দিবা ৭:৫৯ গতে মাত্র দক্ষিণে নিষেধ
শুভকাজ- নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন, দিবা ৭:৫৯ মধ্যে দীক্ষা, সাধভক্ষণ, গ্রহপুজো
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে এ সপ্তাহের রাশিফল
মেষ- নতুন কিছু অর্জুন করতে পারবেন। সাবাধানে টাকা পয়সা লেনদেন করুন। কোনও খবরে খুশির হাওয়া পরিবারে। বৈবাহিক জীবনে অশান্তির আশঙ্কা।
বৃষ- গলা এবং ঘাড়ের সমস্যায় ভুগতে পারেন। সার্বিকভাবে দুর্বল লাগতে পারে। বিশ্রাম নিন পর্যাপ্ত। অতিরিক্ত ব্যয়ে রাশ। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
মিথুন- বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। রাস্তায় চলাফেরায় সাবধান। ধর্মীয় কাজে মন দিলে মানসিক শান্তি বাড়বে। ক্ষতির আশঙ্কা রয়েছে। নেতিবাচক ভাবনা আসতে পারে।
কর্কট- পর্যাপ্ত বিশ্রাম নিন। অতিরিক্ত ব্যয় হতে পারে। স্ত্রীয়ের ত্যাগকে মর্যাদা দিন। তাঁর সাফল্য উদযাপন করুন আজ। আবেগ নিয়ন্ত্রণ করুন। বাড়িতে পুরনো কিছু খুঁজে পেতে পারেন।
সিংহ- সন্তানের কারণে আর্থিক উন্নতির সম্ভাবনা। পরিবারকে সময় দিন। সহকর্মীদের সাহায্য পাবেন। কাজ দ্রুত শেষ করতে হবে। নিজের জন্য সময় বের করুন।
কন্যা- বাইরের খাবার থেকে সাবধান। অকারণে চাপ নেবেন না। তাতে মানসিক অশান্তি বাড়বে। আর্থিক চার বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন।
তুলা- শরীরচর্চার সময় সতর্ক হোন। অতিরিক্ত ব্যয়ে সঞ্চয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করুন।
বৃশ্চিক- যোগব্যায়াম বা শরীরচর্চার মাধ্যমে দিন শুরু করুন। তাতে সারাদিন কাজের এনার্জি পাবেন। ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের প্রয়োজন হতে পারে। নিজের যত্ন নিতে হবে।
ধনু- দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠবেন। অতিরিক্ত আর্থিক চাপ হতে পারে। কোনও আত্মীয়র থেকে পাওয়া খবরে খুশি হবেন আজ। রোম্যান্টিক দিন কাটবে আজ।
মকর- অকারণে দুশ্চিন্তা বাড়বে। ক্লান্তি বোধ করতে পারেন। নতুন কোনও চাপে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করুন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে।
কুম্ভ- সন্তানের সাফল্যে খুশি। দিনের শেষে ডিনারের প্ল্যান করতে পারেন। এতে নিজের তো বটেই অন্যদেরও ভাল লাগবে। সঞ্চয়ের সম্ভাবনা কম আজ। প্রেমের বন্ধন দৃঢ় হবে।
মীন- মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে শরীরচর্চায় মন দিন। ভাইবোনদের সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে সজাগ থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। বৈবাহিত জীবন সুখের হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।