Astro Tips : আজ রয়েছে বিবাহ-লগ্ন, কোনও বিশেষ কাজে যাত্রা কেমন ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২২ বৈশাখ, ৬ মে -
সূর্যোদয়- সকাল ৫টা ৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২ মিনিট
কালবেলাদি- ৬:৪৩, মধ্যে ১:১১, গতে ২ : ৪৮ মধ্যে ও ৪:১৫ গতে ৬:২ মধ্যে
কালরাত্রি- ৭:২৫, মধ্যে ৩:৪৩ গতে ৫:৫ মধ্যে
যাত্রা- নেই, রাত্রি ৯:৩৯ গতে যাত্রা শুভ পূর্বে ও উত্তরে নিষেধ, রাত্রি ১০:৬ গতে মাত্র পূর্বে নিষেধ, রাত্রি ৩:৪৩ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- বিবাহ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- অযথা অর্থব্যয় থেকে সাবধান। কারও প্ররোচনায় কোনও কাজ হাতে নেবেন না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। প্রিয়জনের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন।
বৃষ- বায়ুপথ এড়িয়ে চলুন। নতুন কাজের খবর আসতে পারে, প্রস্তুত থাকুন সেই জন্য। স্ত্রীর সঙ্গে তর্ক বাধতে পারে, মাথা ঠান্ডা রাখুন।
মিথুন- ঝামেলা থেকে দূরে থাকুন। আগুন থেকে খুব সাবধান থাকুন। সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। বুঝে পদক্ষেপ নিন।
কর্কট- কর্মসূত্রে বিদেশ ভ্রমণ। ভ্রমণের আলোচনা বাতিল হওয়ার সম্ভাবনা। বুঝে বিনিয়োগ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সঞ্চয়ে মন দিন।
সিংহ- অপমানিত হওয়ার আশঙ্কা। স্বামীর কোনও কাজে শান্তি পাবেন আপনি। আবেগের বশে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন।
কন্যা- প্রেমে চাপ বাড়বে। বাবা-মায়ের ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।
তুলা- বিয়ে নিয়ে আলোচনা হবে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের পাওনা মিটিয়ে দিন, নইলে বিবাদের আশঙ্কা রয়েছে। অযথা অতিরিক্ত আয় থেকে বিরত থাকুন।
বৃশ্চিক- রাগের থেকে ক্ষতির আশঙ্কা। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।
ধনু- বিবাদ এড়িয়ে চলুন। ভালবাসার সম্পর্কে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ করে ফেলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে স্বামীর সঙ্গে আলোচনা করুন, সমাধান মিলবে।
মকর- কাজের জায়গা বদলাতে পারে। শত্রুকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন। কাজের জন্যে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।
কুম্ভ- বাড়িতে অতিথি আসতে পারে। আজ আপনার ইচ্ছেপূরণ হতে পারে। তর্ক থেকে এড়িয়ে যান। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন।
মীন-শরীর নিয়ে সতর্ক থাকুন। ফলের আশা না করে পরিশ্রম করে যান, সুখবর আসতে পারে। ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে।