Daily Horoscope 17 March : স্বাস্থ্য ভোগাতে কাদের, প্রেম নিয়ে চিন্তা কোন রাশির জাতকদের, দেখে নিন আজকের রাশিফল
Daily Horoscope : দেখে নিন কেমন যাবে আজকের দিন। আপনার রাশিফল জেনে নিন।

Daily Astrology 17 March : কারো প্রেমে অত্যন্ত শুভ দিন। কাউকে রাখতে হবে স্বাস্থ্যের খেয়াল। আর্থিক দিক থেকে কারোর বাড়বে চিন্তা, কেউ দুরন্ত সময় কাটাবেন পরিবারের সঙ্গে। দেখে নিন কেমন যাবে আজকের দিন। আপনার রাশিফল জেনে নিন।
মেষ (ARIES) - আর্থিকদিকে চিন্তাভাবনার দরকার। প্রেমে শুভ দিন। ভালবাসায় ভরা থাকবে দিনটি। এককথায় অত্যন্ত শুভ দিন।
বৃষ (TAURUS) - ভালবাসা ও মতামত প্রকাশের জন্য শুভ দিন। পরিবারের লোকজনের সঙ্গে ভাল সময় কাটবে।
মিথুন (GEMINI) - আর্থিক দিক থেকে চিন্তার সময় কেটে যাওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য ও ডায়েটের দিকে খেয়াল রাখুন। প্রেমে শুভ সময়।
কর্কট (CANCER)- একাধিক বিষয় আপনাকে উত্তেজিত করতে পারে, মাথা ঠান্ডা রাখুন। কাছের লোকের কাছে মন খুলে কথা বলুন।
সিংহ (LEO) - ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করুন। আর্থিক ভোগান্তির আশঙ্কা রয়েছে। কাছে-পিঠে কোথাও ঘুরে আসার যোগ।
কন্যা (VIRGO) - পরিবার ও কাছের লোকজনের সঙ্গে ভাল সময় কাটবে। কর্মস্থলে শুভ দিন। চাপ বাড়লেও সহজেই তা সামাল দিয়ে নেবেন।
তুলা (LIBRA) - স্বাস্থ্যের দিকে খেয়াল দিন। মেডিটেশন ও ডায়েটে বাড়তি সময় দিন। জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (SCORPIO)- কাজের দিক থেকে ব্যস্ত ও শুভ দিন। পরিবারের লোকজনের সঙ্গে বাড়তি সময় কাটানোর সময় বের করুন।
ধনু (SAGITTARIUS)- পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। আগের কোনও বিবাদ মেটাতে চাইলে এগিয়ে যান। ভুল বোঝাবুঝি কেটে যাবে।
মকর (CAPRICORN)- ইগো এড়িয়ে চলুন। মানসিক দ্বন্দ্ব ভোগাতে পারে। আর্থিক দিক নিয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন।
কুম্ভ (AQUARIUS) - টাকা খরচে রাশ টানা দরকার। দীর্ঘদিন ধরে যে কঠোর পরিশ্রম করে আসছেন, তার প্রাপ্য সুফল মিলতে পারে।
মীন (PISCES)- প্রেমে শুভ। পড়ুয়াদের জন্য ভাল দিন। উৎসাহী ও উদ্যমী অনুভব করবেন। মনকে খুশি রাখে এমন কাজে সময় দিন।
আরও পড়ুন- লক্ষ্মীবারে কোন কোন শুভকাজের যোগ রয়েছে, কোন সময় আজকের জন্য অশুভ?
ডিসক্লেমার (Disclaimer) : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।




















