![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Astrology: চাকরিতে উন্নতি, মজবুত হবে আর্থিক অবস্থা ; নভেম্বরের শেষে কপাল খুলছে কাদের ?
Goddess Lakshmi: শুক্রদেব তার নিজের অধীনস্থ রাশি কন্যা থেকে বেরিয়ে তুলা রাশিতে ট্রানজিট করবে। শুক্রের এই অবস্থান পরিবর্তনে, কিছু রাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে
![Astrology: চাকরিতে উন্নতি, মজবুত হবে আর্থিক অবস্থা ; নভেম্বরের শেষে কপাল খুলছে কাদের ? Astrology: Luck of these zodiac signs will sign due to Venus Transit on last of November Astrology: চাকরিতে উন্নতি, মজবুত হবে আর্থিক অবস্থা ; নভেম্বরের শেষে কপাল খুলছে কাদের ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/2520cd302c3692407e5cee8ae06980b01700419339729170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে (Astrology) গ্রহ-নক্ষত্রের প্রচুর গুরুত্ব রয়েছে। সময়ে সময়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়। যার প্রভাব পড়ে সব রাশির জীবনে। জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে খুবই শুভ গ্রহ বলে মনে করা হয়। শুক্র ধন, বৈভব, ঐশ্বর্য ও ভোগ-বিলাসের প্রতীক। আগামী ৩০ নভেম্বর রাত ১২টা ৫মিনিটে ট্রানজিট করবে শুক্র। শুক্রদেব তার নিজের অধীনস্থ রাশি কন্যা থেকে বেরিয়ে তুলা রাশিতে ট্রানজিট করবে। শুক্রের এই অবস্থান পরিবর্তনে, কিছু রাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে।
মিথুন (Gemini) - শুক্রের অবস্থা পরিবর্তনের কারণে বৃষ রাশির জাতকরা জীবনে ভাল ফল পাবে। তার ফলে, আপনার সুখ-সুবিধা বাড়বে। এই রাশির জাতকদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে। প্রোমোশনও পেতে পারেন। এই রাশির শুভ প্রভাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে। এই ট্রানজিটের প্রভাবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সাফল্য পাবেন। যদি আপনি কোনও সৃজনশীল কাজে যুক্ত থাকেন, তাহলে বিশেষভাবে লাভবান হবেন। এই রাশির জাতকরা মনের মতো ফল পাবেন। কেরিয়ারে লাভবান হবেন। আয়ও বাড়বে।
তুলা (Libra) - শুক্রের ট্রানজিটের কারণে ভাল ফল পাবে এই রাশির জাতকরা। সব ক্ষেত্রে লাভবান হবেন। আর্থিক অবস্থা মজবুত হবে। এই সময়ে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনও বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। সব দায়িত্ব ভাল করে পালন করবেন। আটকে থাকা সব কাজ শেষ হয়ে যাবে।
বৃশ্চিক (Scorpio) - এই রাশির যাঁরা চাকরি করছেন, তাঁদের উন্নতি করার পুরো সম্ভাবনা আছে। আধ্যাত্মিক উন্নতির জন্য এই সময়টা ভাল। পার্টনারের সঙ্গে বিদেশ যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যাঁরা অবিবাহিত, তাঁরা খুশির খবর পেতে পারেন শুক্রের গোচরের কারণে। আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। ভাল খবর পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন ; এ সপ্তাহে পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির, কেমন কাটবে আপনার ?
- আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)