India on Bangladesh Incident: 'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
Ministry of External Affairs : গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনাটিকে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে "অবিরাম বৈরিতা" বলে ব্যাখ্যা করে ভারতের বিদেশ মন্ত্রক।

নয়াদিল্লি : বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে এপার বাংলায় দিকে দিকে বিক্ষোভ। দীপুচন্দ্র দাসের খুনের ঘটনার এবার নিন্দা করল ভারত। গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনাটিকে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে "অবিরাম বৈরিতা" বলে ব্যাখ্যা করে ভারতের বিদেশ মন্ত্রক। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে নয়াদিল্লি বিরক্ত বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। বাংলাদেশে সম্প্রতি হিন্দু যুবকের হত্যার আমরা নিন্দা করি এবং ভারত আশা করে যে, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।"
#WATCH | Delhi | On Bangladesh, MEA Spox Randhir Jaiswal says," The unremitting hostility against minorities in Bangladesh is a matter of great concern. We condemn the recent killing of a Hindu youth in Bangladesh and expect that the perpetrators of the crime will be brought to… pic.twitter.com/UbacgqSskh
— ANI (@ANI) December 26, 2025
তবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র এও স্পষ্ট করে দেন, "বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় ভারত। আমরা শান্তি এবং বাংলাদেশে স্থিতাবস্থার পক্ষে। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছি...।"
#WATCH | Delhi: MEA spokesperson Randhir Jaiswal says, "India stands for strengthening our ties with the people of Bangladesh. We favour peace and stability in Bangladesh, and have consistent consistently called for free, fair, inclusive and participatory elections in… pic.twitter.com/ZgsTdcOiLh
— ANI (@ANI) December 26, 2025প্রেক্ষাপট
নৈরাজ্যের বাংলাদেশে উন্মত্ত দুর্বৃত্তরা পিটিয়ে খুন করেছে ময়মনসিংহের ভালুকার বাসিন্দা দীপুচন্দ্র দাসকে। নারকীয়ভাবে হত্যার পর সবার চোখের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মৃতদেহ। অভিযোগ উঠেছে, গোটা ঘটনাই হয়েছে ভালুকা থানার পুলিশের সামনেই। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন দীপু। ময়মনসিংহের ভালুকায় ভাড়াবাড়িতে থাকতেন। হাসিনা-বিরোধী ছাত্রনেতা শারিফ ওসমান হাদির খুনের জেরে বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশজুড়ে নৈরাজ্য়ের আগুন জ্বলতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যায়, রাত ৯টা নাগাদ বিক্ষোভের মাঝে পড়ে যান দীপু দাস। তাঁকে পিটিয়ে খুন করে দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়। নারকীয় এই ঘটনায় দেড় বছরের ছেলেকে নিয়ে কার্যত শোকে পাথর হয়ে গিয়েছেন নিহত দীপু দাসের স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অকূলপাথারে দীপু দাসের বাবা-মা, ভাইয়েরাও। অবশ্য দীপুর পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।






















