Abhijit Gangopadhyay: 'দিলীপ ঘোষের মধ্যে এখনও আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়', মন্তব্য অভিজিতের
তিনি বলেন, 'বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভাল কাজ করছেন। দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে'

কলকাতা: বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির অবস্থান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তোপ দাগেন কেন্দ্রের মোদী সরকারকেও। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায় না।' এদিকে, এদিন শুভেন্দুর প্রশংসা করেও 'সক্রিয়' দিলীপকে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন তিনি বলেন, 'বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভাল কাজ করছেন। দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে, ভাল মানুষ। দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে, তাঁর মধ্যে এখনও সেই আগুন আছে। বিয়ে করাটা কোনও অপরাধ নয়, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিজেপি নেতার কথায়, 'সঙ্কোচ ঝেড়ে ফেলে দিলীপ ঘোষের মতো বড় নেতার মাঠে নামা উচিত। দিলীপ ঘোষের নির্দিষ্ট স্টাইল আছে, এটা বহু মানুষ পছন্দ করে', দিলীপ ঘোষের প্রশংসা করে বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ।
এবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মার নিয়ে উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়! চিকেন প্যাটিস বিক্রি করায় মার, বিজেপির উল্টো সুরে প্রতিবাদে সাংসদ । 'খুব খারাপ কাজ হয়েছে, খেটে খাওয়া মানুষকে মারতে হবে? খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে? অন্য ভাবেও বলা যেতে পারত', বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ।
'কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট করা হয়েছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে, পারলে তাদের মারুক', চিকেন প্যাটিস বিক্রি করায় ব্রিগেডে মার নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'যে বিক্রি করছে, 'হিন্দু না মুসলিম এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি? পশ্চিমবঙ্গের রাজনীতি তো অন্য রাজ্যের মতো নয়'।
বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, বলেন, 'দরিদ্র মানুষকে এভাবে হেনস্থা করা অত্যন্ত অন্যায়। যারা করেছে, তারাই দুষ্কৃতী, তাদেরই বিনাশ চাই। যারা হামলা চালিয়েছে, তারা কেউ বিজেপির নয়। হিন্দু সেজে এসেছিল, এরা আসলে কে, তা বের করা দরকার', গরীবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না।






















