21 September Astrology : শনিবার উপচে পড়বে মা কালীর আশীর্বাদ, কোন রাশির পৌষমাস, কোন রাশির একরাশ চাপ?
21 September Astrology : বড়ঠাকুর প্রতিটি রাশিরই ভাগ্যে ভাল - মন্দ প্রভাব আনে। পড়ুন তুলা থেকে মীনের রাশিফল ।
শনিবার একদিকে গ্রহদেবতা শনি ঠাকুরের দৃষ্টি, অন্যদিকে মা কালীর আশীর্বাদ, প্রতিটি রাশির ভাগ্যেই ভাল - মন্দ প্রভাব আনে। পড়ুন তুলা থেকে মীনের রাশিফল । মেষ থেকে কন্যার শনিবারের রাশিফল পড়তে ক্লিক করুন এখানে।
তুলা রাশির রাশিফল
তুলা রাশির জাতকদের জন্য শনিবারটা চাপের দিন হতে চলেছে। আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আপনাকে সমস্যায় ফেলতে পারে কাছের লোকজন। পেট সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার পার্টনার। পরিবারের থেকে হতাশাজনক খবর শুনতে পারেন। আপনাকে কারও সঙ্গে অপ্রয়োজনীয় আপস করা এড়াতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় পূর্ণ মনোযোগ বজায় রাখতে হবে।
বৃশ্চিক রাশির রাশিফল
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনিবার দিনটি ব্যস্ততাপূর্ণ হতে চলেছে। অতিরিক্ত কাজের চাপে সারাদিন মাথাব্যথা থাকবে। পড়ে থাকা কাজ শেষ করতে হবে। কিছু ঋণ নিয়ে থাকলে তা পরিশোধে অনেকাংশে সফল হবেন। পরিবারে কোনো বড় কাজ নিয়ে বিভ্রান্তি হতে পারে। প্রতিপক্ষের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ধনু রাশির রাশিফল
ধনু রাশির জাতক জাতিকাদের অংশীদারিত্বে কোনও কাজ এড়িয়ে চলতে হবে। আপনি আপনার হাত থেকে বেরিয়ে যাওয়া সম্পত্তি ফেরত পেতে পদক্ষেপ করতে পারেন। সতর্ক থাকুন যানবাহন চালালে। ব্যবসায়িক সহযোগীরা সমস্যায় ফেলতে পারে। কিছু ক্ষতি হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। কেউ আপনার জন্য ভাল উপহার আনতে পারেন। সংসারে কিছু দায়িত্ব বাড়তে পারে।
মকর রাশির রাশিফল
মকর রাশির জাতক হলে শনিবাপ ধন-সম্পদের বৃদ্ধি হবে । আপনি যদি কোনও কাজের জন্য ঋণের আবেদন করে থাকেন তবে আপনি সহজেই সেই ঋণ পাবেন। সন্তানের লেখাপড়ার জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারেন। পারিবারিক কোনও বিষয়ে পুরনো বিবাদের অবসান হবে। বিয়েতে আসা বাধা দূর হবে।
কুম্ভ রাশির রাশিফল
স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনিবার দিনটি শুভ হবে। পুরনো কোনো সমস্যা মিটে যাবে। কর্মরতারা ঊর্ধ্বতনের পূর্ণ সহযোগিতা করবেন। যে কোনও যানবাহন খুব সাবধানে চালাতে হবে। ভাই-বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন সব ভাল কাজে। আপনার সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে।
মীন রাশির রাশিফল
মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটি ভালো যাবে। নতুন বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু বড় কাজ পেতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার খাদ্যাভ্যাসের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। বাবা মায়ের আশীর্বাদে, আপনি যে কাজই করুন না কেন, অবশ্যই সাফল্য পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।