এক্সপ্লোর
অতি পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বাড়বে, আজ ব্যবসায় ভাল আয়ের যোগ আছে, বলছে আজকের মেষ রাশি
1/12

কোনও কারণে শরীরে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের শরীর নিয়ে ব্যস্ত থাকতে পারেন। আজ সারা দিন পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। রহস্যবিদ্যার জন্য ভাবনাচিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা।
2/12

সঙ্গীত থেকে আয় বৃদ্ধি। আজ বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তিমূলক কাজে মনোনয়ন ও তাতে শান্তি। পারিবারিক অশান্তিতে মানসিক অবসাদ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে।
Published at : 02 Dec 2019 06:47 AM (IST)
Tags :
HoroscopeView More
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো




















