December Career Astro : চাকরি হবে ? প্রোমোশন ? ২০২৩-এর শেষ মাসে কেরিয়ার যোগ ভাল কোন কোন রাশির ?
December Career Astro : রাশিফলে নজর দিন। ভাল কাটুক আপনার দিন।
![December Career Astro : চাকরি হবে ? প্রোমোশন ? ২০২৩-এর শেষ মাসে কেরিয়ার যোগ ভাল কোন কোন রাশির ? December Career Rashifal 2023 Zodiac Signs Job in December December Career Astro : চাকরি হবে ? প্রোমোশন ? ২০২৩-এর শেষ মাসে কেরিয়ার যোগ ভাল কোন কোন রাশির ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/264f8efb01dc0f0dd569d0c8cbcd6985170136201367864_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
২০২৪ আসার আগে গ্রহ, নক্ষত্রের দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাস। রাশি বদলানোর সম্ভাবনা কিছু গ্রহের। কেরিয়ার, চাকরি-জীবন কোন কোন রাশির ভালো কাটতে পারে ডিসেম্বরে ?
মেষ রাশি (Aries)
ডিসেম্বরের রাশিফল অনুযায়ী, মেষ রাশির জাতক-জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেরিয়ারে শুভ যোগ রয়েছে। মেষ রাশির স্বামী মঙ্গল অনুকূল স্থানে রয়েছেন যা কেরিয়ারের ক্ষেত্রে শুভ। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বিদেশ ভ্রমণের যোগও রয়েছে। স্ব স্ব ক্ষেত্রে নতুন কাজ শুরু করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশি (Gemini)
মাসিক রাশিফলের হিসেব অনুসারে ডিসেম্বরে কেরিয়ারে ভাল ফল মেলার সম্ভাবনা মিথুন রাশির জাতক-জাতিকাদের। কড়া পরিশ্রমের সুফল পেতে পারেন তাঁরা। বৃহস্পতির অনুকূল প্রভাবের কারণে চাকরিক্ষেত্র থেকে সুখবরও আসতে পারে। কিছু জাতক-জাতিকা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। বুধের শুভ প্রভাব মিথুন রাশির উপর বজায় থাকবে। ফলে ব্যবসায়ীদের জন্য সামনের মাস লাভজনক হওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি (Leo)
ডিসেম্বর মাস সিংহ রাশির জন্য অনুকূল। চাকরি যাঁরা করেন, তাঁদের বেতনবৃদ্ধি এবং পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতির শুভদৃষ্টির প্রভাব থাকবে। ফলে আপনার চাকরি বদলের সম্ভাবনা রয়েছে এবং তাতে ইতিবাচক ফল পাবেন। চাকরি নিয়ে বিদেশে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। পার্টনারশিপে ব্যবসা করতে পারেন। রয়েছে কেরিয়ারে উন্নতির যোগ।
তুলা রাশি (Libra)
কেরিয়ারে ভাল কিছু হওয়ার আশা তুলা রাশির জাতক-জাতিকাদের। চাকরিক্ষেত্রে প্রভূত উন্নতিলাভের সম্ভাবনা। শুক্রের প্রভাব অনুকূলে, তাই প্রমোশন ও বেতন বৃদ্ধির সম্ভাবনা। নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে সতর্ক থাকা জরুরি সামনের মাসে।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির কেরিয়ারে ভাল পরিণামের আশা বছরের শেষ মাসে। বিদেশে চাকরি করতে যেতে পারেন। মনোস্কামনা পূরণ হতে পারে চাকরিক্ষেত্রে। কেতুর সুপ্রভাব থাকবে, ফলে কর্মকুশলতা বাড়বে। বাড়বে বুদ্ধি। বেতনবৃদ্ধিতে সহায়তা করতে পারে বৃহস্পতির সুপ্রভাব। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে ডিসেম্বরে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)