Astrology : দেব দীপাবলিতেই ঘুরছে ভাগ্য, তিন রাশির সামনে কঠিন সময়, কীভাবে পাবেন রেহাই?
Dev Deepaboli Astrology : শনিদেব প্রত্যক্ষ হওয়ার জন্য ও দেবী লক্ষ্মীর আশীর্বাদে কয়েকটি রাশির জীবন সমৃদ্ধিতে ভরে যাবে।
সনাতন ধর্মে অমাবস্যা ও পূর্ণিমার বিশেষ গুরুত্ব আছে। দীপাবলির পর সেদিন দেব দীপাবলি। এদিন লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়। এদিন বাড়িতে সম্পদ - সমৃদ্ধি কামনায় দেবীর পুজো হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবার কার্তিক পূর্ণিমাতেই শনি মার্গী হচ্ছেন(Sani Margi 2024)। শনিদেব প্রত্যক্ষ হওয়ার জন্য ও দেবী লক্ষ্মীর আশীর্বাদে কয়েকটি রাশির জীবন সমৃদ্ধিতে ভরে যাবে।
শনি দেব দীপাবলিতে বিপরীতমুখী চলন থেকে প্রত্যক্ষ চলনে আসছেন। ১৫ নভেম্বর ,শুক্রবার শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতেই প্রত্যক্ষ হবেন। এদিন আবার ঘরে ঘরে পূজিত হবেন লক্ষ্মী - নারায়ণ। কার্তিক পূর্ণিমার মতো শুভ তিথিতেই কয়েকটি রাশির কপাল খুলে যাবে। আবার কারও কারও জীবনে ঝামেলা আসবে।
কর্কট রাশি:
কার্তিক পূর্ণিমার দিনটি কর্কট রাশির জাতকদের জন্য কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। কারণ এই দিন শনি প্রত্যক্ষ হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়ে তাদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে কোনও ধরনের মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ করবেন না। শনির এই গতি জাতকের রাশিচক্রের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে । শনিমার্গীর অশুভ প্রভাব এড়াতে প্রতি শনিবার শনিদেবকে সরিষার তেল অর্পণ করা শুভ।
মীন রাশি :
মীন রাশির জাতক জাতিকাদের উপর শনি মার্গীর বিরূপ প্রভাব পড়তে চলেছে। এই সময়ে,নানা গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন । যতটা সম্ভব পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। মনে কোন প্রকার বিদ্বেষ পোষণ করবেন না। শনিদেবকে খুশি করার জন্য সবসময় ভাল কাজ করা উচিত। প্রেমের জীবনে সমস্যা কাটাতে কথা বলুন। আপনার সঙ্গীর সাথে সহযোগিতা করুন। যেকোনো ধরনের অপমান আপনার সম্পর্ককে শেষ করে দিতে পারে। শনি মার্গীর অশুভ প্রভাব এড়াতে হনুমান চালিসা পাঠ করা শুভ বলে মনে করা হয়।
মকর রাশি :
১৫ নভেম্বর মকর রাশির জাতকদের জন্য খুব কঠিন দিন হতে পারে। এই সময়ে এই রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের নেশা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। এই সময়ে খুব রাগ হওয়াটাই স্বাভাবিক। কোন প্রকার নেশা নেবেন না। এই সময়টা আপনার অনুকূলে নয়। পরিবারের সঙ্গে বেশি বেশি সময় কাটাবেন।
আরও পড়ুন :