(Source: ECI/ABP News/ABP Majha)
chhath puja 2024 : ছটে সূর্যের পুজো, তারপরই গতি বদলাচ্ছেন পুত্র শনি, কোন কোন রাশিকে দেবেন ইচ্ছেপূরণের বর ?
chhath puja 2024 : রাশি যাই হোক না কেন, ভাগ্য অনুকূল বা প্রতিকূলে থাকাটা অনেকটাই নির্ভর করে কর্মফলের উপর।
শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা । তাঁকে বলা হয় কলিযুগের দেবতা। ২০২৪ সালে ছট উৎসব শুরু হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে। অর্থাৎ ৫ নভেম্বর থেকেই ছটের আচার শুরু হয়ে যাবে । ৮ নভেম্বর গঙ্গাস্নানের পর শেষ হবে উপবাস।
ছট পুজো শেষ হওয়ার পরই মার্গী হচ্ছেন সূর্যপুত্র শনি। ন্যায়ের দেবতা শনিদেব। শনির গতিবিধির পরিবর্তন অনেক রাশিকে প্রভাবিত করতে পারে। ১৫ নভেম্বর শনি তার গতি পরিবর্তন করছে। পশ্চাৎপদগতি থেকে প্রত্যক্ষ গতিতে আসছেন শনি। শনিদেবকে বলা হয় কলিযুগের বিচারক। শনিদেবকে ন্যায়ের দেবতাও মনে করা হয়। বিশ্বাস করা হয় , শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল প্রদান করেন। তাই রাশি যাই হোক না কেন, ভাগ্য অনুকূল বা প্রতিকূলে থাকাটা অনেকটাই নির্ভর করে কর্মফলের উপর।
বর্তমানে শনি তার রাশি কুম্ভ রাশিতে অবস্থিত। কুম্ভ রাশিতে শনিদেব উল্টো পথে চলেছেন। শনির পশ্চাদগামী বা বিপরীত গতি ১৫ নভেম্বর পর্যন্ত চলবে, তারপরে শনি সরাসরি পথে আসবে। অনেক রাশিকে প্রভাবিত করবে শনির এই ট্রানজিট । শনি ১৫ নভেম্বর বিকাল ৫ টা ১১য় কুম্ভ রাশিতেই প্রত্যক্ষ হবে।
প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ের পর গতি পরিবর্তন করে। ১৩৯ দিন বিপরীতমুখী গতির পরে, শনি প্রত্যক্ষ গতিতে এলে দুই রাশি বিরাট লাভবান হতে পারেন। ভাগ্যের সিংহ দরজা খুলে যেতে পারে। ধন দৌলত থেকে খ্যাতি যশ , সবই আসবে গ্রহের আনুকূল্যে।
বৃষ রাশি-
বৃষ রাশির জাতক জাতিকারা শনির প্রত্যক্ষ গতি চলাকালীন লাভবান হতে পারেন। ব্যবসায় লাভের প্রভূত সম্ভাবনা রয়েছে। আপনি কি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তবে আপনি সাফল্য এবার পাবেনই । চাকরিতে পদোন্নতির পরিস্থিতি হতে পারে। আপনি যদি অবিবাহিত হন তবে আপনি বিয়ের ব্যাপারে কথাবার্তা এগোতে পারেন।
কুম্ভ রাশি -
কুম্ভ হল শনির নিজস্ব রাশিচক্র। কুম্ভ রাশির জাতক জাতিকারা শনি প্রত্যক্ষ হলে শুভ ফল পাবেনই। ইতিবাচক ফল আসবে সব ক্ষেত্র থেকে। এই সময়ের মধ্যে আপনি প্রচুর সাফল্য অর্জন করবেন। যে কাজেই হাত দেবেন না কেন, আর্থিক সুবিধা পাবেন। সম্পর্কের উন্নতি হবে।
আরও পড়ুন, মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা ! ভক্তের 'মন্নত' পূরণ শাহরুখের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।