Lakshmi Narayan Yoga : মহাসপ্তমী তিথিতেই বুধ-শুক্রের মিলন, লক্ষ্মীনারায়ণ যোগে ৩ রাশির কপাল হবে 'রাজার মতো'
তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এই যোগে বৃষ এবং তুলা রাশি সহ ৫ টি রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের জোয়ার আসবে।
শারদীয়া নবরাত্রির মধ্যেই ঘটছে গ্রহের বিরাট রদবদল। জ্যোতিষশাস্ত্রের দিক থেকে খুব বিশেষ এই গোচরগুলি। নবরাত্রির প্রথম দিনে শনি অবস্থান বদল করেছে। সেই সঙ্গে বৃহস্পতি ও বুধেরও গোচর হচ্ছে নবরাত্রির মধ্যেই। মহাষষ্ঠী ৯ অক্টোবর। এদিন বৃহস্পতি পশ্চাদপদগতিতে হাঁটা শুরু করছে। আগামী কাল ১০ অক্টোবর, সপ্তমী। এদিনি আবার শুরু হয়ে যাচ্ছে অষ্টমী তিথি। এদিন আবার গোচর হচ্ছে বুধের। অষ্টমীতে বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্র গ্রহ ইতিমধ্যেই তুলা রাশিতে উপস্থিত রয়েছে। এই গোচরের ফলে তুলা রাশিতে বুধ ও শুক্রের মিলন ঘটবে। আর তার ফলেই তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এই লক্ষ্মী নারায়ণ যোগে বৃষ এবং তুলা রাশি সহ ৫ টি রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের জোয়ার আসবে।
হিন্দু পুরাণ অনুসারে, শুক্র গ্রহকে প্রেম, বিবাহের কারক বলা হয়। এই গ্রহ জাতকের সৌন্দর্য বাড়ায়। শুক্রগ্রহ আরামে রাখতে সাহায্য করে। মহালক্ষ্মীর আশীর্বাদ সদা থাকবে সঙ্গে। শুক্র যদি কারও জন্মকুণ্ডলীতে শক্তিশাল থাকে, তাহলে আপনার চোখ ক্ষতিগ্রস্ত হবে।
শুক্র বৃষ রাশির অধিপতি। বুধ ও শুক্র সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে। এই রাশির জাতকদের অনেক উপকার হবে এই মিলন । পছন্দের জায়গায় ভ্রমণের সুযোগ পাবেন। কর্মজীবনের সমস্ত সমস্যা সমাধান হবে এবং কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করবেন। সম্পদ বৃদ্ধি পাবে।
রাশি যদি মিথুন হয়, তবে রাশির অধিপতি বুধ গ্রহ। বুধ ও শুক্রের মিলনে গঠিত লক্ষ্মী নারায়ণ যোগ মিথুনের জাতকরাও আর্থিক সুবিধা পাবেন। আটকে থাকা কাজ শেষ হবে। পরিবারের মানুষের থেকে উল্লেখযোগ্য সুখ পাবেন। বিবাহযোগ্য ব্যক্তিদের বিয়ে ঠিকহয়ে যাবে।
কন্যা রাশির জাতক হলে ভাগ্য উজ্জ্বল হবে সপ্তমী ও অষ্টমী তিথিতে। মহামায়ার অপার কৃপা বর্ষিত হবে এই রাশির উপর। কর্মজীবনে ভালো সুযোগ আসবে। আয় বাড়বে। ভাগ্য হবে সঙ্গী। শত্রুরা আপনার সামনে টিকে উঠতে পারবেই না।
আরও পড়ুন, দীপাবলির আগে উল্টো পথে গুরু, ৩ রাশিতে ঢেলে দেবেন দেবী লক্ষ্মী
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে