Daily Astrology: পদোন্নতি হতে পারে, টাকা লেনদেনে বাড়বে সমস্যা; একনজরে শুক্রবারের রাশিফল
Horoscope Today: তুলা থেকে মীন, আজ শুক্রবার কোন রাশির দিন কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আজ ১৩ জুন। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): পারিবারিক দায়িত্ব বাড়বে। বিরক্ত হতে পারেন। ভাইবোনদের মধ্যে বিরোধ মিটবে। প্রতিশ্রুতি পূরণ করুতে পারবেন। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিতর্কের পরিস্থিতি তৈরি হলে ধৈর্য ধরে রাখতে হবে। কথার মিষ্টিতা সম্মান এনে দেবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): রাজনৈতিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা উন্নতির মুখ দেখবেন। কাজের মাধ্যমে পরিচিত হবে বৃদ্ধি পাবে। উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে। সম্মান বৃদ্ধি পাবে। কারও কাছ থেকে টাকা ধার চাইলে সহজেই পাবেন। সন্তানের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে হবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): পারিবারিক জীবন সুখের হবে। সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদে জড়াবেন না। কেরিয়ার সম্পর্কে কোনও সিদ্ধান্ত নিতে চাইলে অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করুন। পদোন্নতি হতে পারে। কোনও পুরানো লেনদেন সমস্যা হয়ে উঠতে পারে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): প্রভাব এবং গৌরব বৃদ্ধি হবে। স্ত্রীর কাছ থেকে কোনও উপহার পেতে পারেন। তাতে মন খুশি থাকবে। ব্যবসায়িক কাজের জন্য স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে পারেন। কোনও কাজ সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): পরিবারের বর্ষীয়ান সদস্যকে বিপদে পাশে পাবেন। কথার মাধ্যমে মানুষের মন জয় করতে সক্ষম হবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কাজের দিক থেকে শুভ দিন। কর্মক্ষেত্রে সমস্যা মিটবে। সহকর্মীদের সাহায্য পাবেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): সৃজনশীল কাজে খ্যাতি বাড়তে পারে। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ঘরের কথা বাইরের কাউকে বলবেন না। অন্যথায় সে এর সুযোগ নিতে পারে। বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















