Mamata Banerjee: শিলিগুড়ির 'মহাকাল মহাতীর্থ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশেষ গান মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: শিলিগুড়ির মাটিগাড়ায় শিবমন্দির 'মহাকাল মহাতীর্থ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশেষ এক গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও তাঁর। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।
গানের কথা:
ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। ভোলে বাবা পার লাগাও, সর্ব বিপদ দূর করো। মহাকাল মহাকাল, আদি শক্তি মহাকাল, মহাকাল মহাকাল, আদি শক্তি মহাকাল, মহাকাল মহাকাল, ত্রিশূলধারী শক্তি জাগাও, সৃষ্টির আদি শক্তি সর্ব বিপদ দূর করো। হে মহাযোগী, তুমি পাপের বিনাশ ঘটাও। কাল ভৈরব রূপে ভক্তের মনের ভয় দূর করো। বম বম ভোলে বম, তারক বম ভোলে বম, বম বম ভোলে বম, তারক বম ভোলে বম। জয় বাবা ভোলানাথ জটাধারী, নাও গো প্রণাম, রক্ষা করো সম্মান। গঙ্গা ধারী, চাঁদ শোভা পায়, ভক্তের হৃদয়ে তুমি হও আশ্রয়। বম বম ভোলে বম, তারক বম ভোলে বম, বম বম ভোলে বম, তারক বম এগিয়ে দাও, এগিয়ে দাও, এই জগতে সমস্ত পাপ দূর করো, দূর করো। সৃষ্টির রূপে শিব শম্ভু, বিষ পান করে নীলকণ্ঠ, মহাকালের বিশালতা আদি অনন্ত। শান্তি দাও, শান্তি দাও, স্বস্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও, বম বম তারক বম, শান্তি দাও, শান্তি দাও, বম বম তারক বম, স্বস্তি দাও, স্বস্তি দাও, বম বম তারক বম, ভক্তি দাও, ভক্তি দাও, বম বম তারক বম, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জোগাও, ভোলে বাবা পার লাগাও, সর্ব বিপদ দূর করো। মহাকাল মহাকাল, আদি শক্তি মহাকাল, মহাকাল মহাকাল, আদি শক্তি মহাকাল।


















