Astrology : দীপাবলির পর গুরুর কৃপা হবে এই রাশিগুলিতে, শুরু হবে সুখ-সমৃদ্ধির
Jupiter Retrograde : দেবগুরু ২৯ জুলাই মীন রাশিতে পশ্চাদপসরণ করেছিল, অর্থাৎ তখন থেকে এটি বিপরীত গতিতে হাঁটছে
কলকাতা : জ্যোতিষ শাস্ত্রে (Astrology) দেবগুরু বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বৃহস্পতিকে জ্ঞান, সম্পদ এবং সন্তানের কারক-গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বৃহস্পতি ১৩ মাস অন্তর রাশি পরিবর্তন করে। দেবগুরু ২৯ জুলাই মীন রাশিতে পশ্চাদপসরণ করেছিল, অর্থাৎ তখন থেকে এটি বিপরীত গতিতে হাঁটছে। দীপাবলির (Diwali 2022) প্রায় এক মাস পর অর্থাৎ ২৪ নভেম্বর পর্যন্ত এইভাবেই থাকবে। মীন রাশিতে বৃহস্পতির পশ্চাদপসরণের কারণে এই রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন। পঞ্চাঙ্গ মতে, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়। এ বার দীপাবলি ২৪ অক্টোবর। বৃহস্পতি ১৩ মাসে এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হয়। বৃহস্পতি গ্রহকে ধনু এবং মীন রাশির দুটি রাশির অধিপতি বলে মনে করা হয়।
বৃষ রাশিফল: মীন রাশিতে বৃহস্পতি গ্রহের বিপরীতমুখী যাত্রার প্রভাবে এই রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। নতুন মানুষের সাথে দেখা হবে। গাড়ি ও বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। ব্যবসাও লাভবান হবে।
মিথুন রাশি : দেবগুরু মিথুন রাশির দশম ঘরে গমন করবে। এর সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে। তারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারে। চাকরিতে পদোন্নতির জোরাল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারে। তাদের সৌভাগ্যের প্রবল যোগ রয়েছে। মানুষের সাথে সম্পর্ক মধুরতা থাকবে।
কর্কট রাশি : বৃহস্পতির বিপরীতমুখী হওয়ার কারণে কর্কট রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে। তাদের আটকে থাকা কাজ শেষ হবে। কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত ভ্রমণে যেতে পারে। আপনি ভ্রমণের সম্পূর্ণ সুবিধা পাবেন। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিদের বেশি লাভের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি : দেব গুরুর যাত্রা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন। শিক্ষার্থীরা মনে মনে সাফল্য পেতে পারে।
আরও পড়ুন ; ঘরে পায়রার বাসা থাকা ভাল না খারাপ ?
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)