Daily Astrology: সমস্যায় জেরবার ? মাথার উপর দিয়ে বইছে জল ? আগামীকাল বদলাতে চলেছে দিন এই রাশির জাতকদের
Daily Astrology Prediction: আগামীকাল কী অপেক্ষা করছে ? কাদের ভাল যাবে দিন ? কারা হবেন সতর্ক ? দেখুন একনজরে

কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। দেখুন মঙ্গলবারের রাশিফল।
মেষ রাশি : আগামীকাল এই রাশির কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকবে। কর্মস্থলে সমস্যা হতে পারে। মন দিয়ে ব্যবসা করুন। সাফল্য মিলবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। নিজের মতামত কারও উপর চাপাবেন না। মহিলা বন্ধু আপনাকে সাহায্য করতে পারে।
বৃষ রাশি: আইনি বিষয় নিয়ে সতর্ক থাকবেন। প্রতারণার শিকার হতে পারেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। সাহায্য চাইলে সাহায্য পাবেন। অসম্পূর্ণ কাজ এদিন সম্পূর্ণ হবে।
মিথুন রাশি: এই রাশির জাতকদের মঙ্গলবার ভাল যাবে। ঝুঁকি নিয়ে কাজ করবেন না। ক্ষতির আশঙ্কা থাকবে।কাউকে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার চেষ্টা করবেন। নতুন গাড়ি কেনার প্ল্যান করতে পারেন।
কর্কট রাশি: স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। ভাই-বোনের থেকে সাহায্য পাবেন। বুঝে কথা বলুন। বের হওয়ার আগে গাড়ি চেক করে নিন। খারাপ হতে পারে যন্ত্রপাতি। পরিবারে শান্তি থাকবে।
সিংহ রাশি : আগামীকাল এই রাশির জাতকদের ভালই যাবে। কারও কথা প্রভাবিত হবেন না। ভেবে সিদ্ধান্ত নিন। বাবার মতামত নিন, সফল হবেন। ধৈর্য হারাবেন না। পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনায় যান।
কন্যা রাশি: আগামীকাল ভাল মন্দ মিশিয়ে যাবে দিন। ছাত্র-ছাত্রীদের বিদেশে যাওয়ার প্ল্যান থাকলে, মন দিয়ে পড়াোশোনা করতে হবে। তবেই সফল হবে। আপনার কাজে, উন্নতির পথে বাধা আসতে পারে। বুদ্ধিমত্তা ও ধৈয্যের সঙ্গে পার করুন।
তুলা রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল মন্দ মিশিয়ে যাবে দিন। নতুন কিছু করার চেষ্টা সফল হবে। কর্মস্থলে সহকর্মীদের থেকে বুঝে চলবেন। পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারেন। বাইরে বের হলে, গাড়িতে চড়লে সতর্ক থাকবেন।
বৃশ্চিক রাশি: মঙ্গলবার এই রাশির জাতকদের ভাল মন্দ মিশিয়ে ফলাফল আসবে। কর্মক্ষেত্রে ছুটোছুটি করতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক হন। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। গাড়িতে উঠলে সতর্ক থাকুন। টাকা ধার দিয়ে থাকলে এবার ফেরত পাবেন।
ধনু রাশি: আশানুরূপ যাবে দিন। পরিশ্রমের ফল পাবেন। বাড়িতে পুজোর আয়োজন হতে পারে। পরিবারের কেউ চাকরির জন্য বাইরে যেতে পারে। পৈতৃক সম্পত্তি ভাগ নিয়ে বুঝে এগোন। বুঝে কথা বলুন।
মকর রাশি: পরিবারের বিষয়ে মন দিন। সঙ্গীনির থেকে সমর্থন পাবেন। চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধ্যান করুন প্রয়োজনে। রাজনীতিতে যারা যুক্ত, তাঁদের জীবনে পরিবর্তন আসতে পারে।
কুম্ভ রাশি : নতুন কাজ শুরু করতে পারেন। আগামীকাল ভাল যাবে দিন। চিন্তা দূরে সরিয়ে রাখুন। চাকরির সন্ধানে থাকলে, পথ দেখতে পাবেন। অংশীদারি ব্যবসায় যোগ দিতে পারেন।
মীন রাশি : আপনার সম্পদের পরিমাণ বাড়তে পারে। যাদের চেনেন না, তাঁদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিজের শরীর নিয়ে সতর্ক থাকুন। বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















