Daily Astrology: জীবনে অনেক অর্থকষ্ট পেয়েছেন ? ব্যথায় ডুবেছেন বারবার ? দিন বদলাবে আগামীকালই এই রাশির জাতকদের
Daily Astrology Prediction: আগামীকাল কী অপেক্ষা করছে ? কারা সতর্ক হবেন ? কাদের জীবন একলহমায় বদলাতে চলেছে ? দেখুন একনজরে
কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। দেখুন বুধবারের রাশিফল
মেষ রাশি: আগামীকাল অসম্পূর্ণ কোনও কাজ শেষ করতে পারেন। বুধবার পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরিবারের প্রতি খেয়াল রাখুন। শরীরের যত্ন নিন। কোনও সমস্যা তৈরি হলে, সতর্ক থাকুন। চিকিৎসকের কাছে নিতে দেরি করবেন না। আইনি বিষয় নিয়ে সতর্ক থাকুন। সময় ব্যয় হতে পারে।
বৃষ রাশি: বুধবার এই রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ দিন। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। কাজের দায়িত্ব বাড়বে। দাম্পত্যজীবন সুখের হবে। জীবন সঙ্গীর সমর্থন পাবেন। পাশে পাবেন তাঁকে। সন্তানের পরীক্ষার ফল ভাল হবে।
মিথুন রাশি : বুধবার নতুন কোনও কাজ থাকলে সেরে নিন। ভাল হবে। সন্তানের কোনও অনুরোধ এলে, তার পাশে দাঁড়াবেন। কোনও বিষয়ে জটিলতা হলে, বাবার সঙ্গে আলোচনা সারুন। লেনদেন নিয়ে সমস্যায় পড়লে, বুধবার তা থেকে মুক্তি মিলবে।
কর্কট রাশি: বুধবার আপনার উদ্বেগের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কাউকে বিশ্বাস করে কিছু বলবেন না। দাম্পত্যে কিচু সমস্যা তৈরি হতে পারে। স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন। পাশে থাকুন। খোলামেলা আলোচনার সমস্যা মিটতে পারে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে।
সিংহ রাশি: আগামীকাল আপনাদের জন্য অপেক্ষাকৃত চ্যালেঞ্জিং হতে পারে। অফিসে বসের দেওয়া কাজ মিটিয়ে রাখুন। নইলে অখুশি হতে পারেন। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। জরুরি তথ্য কারও সঙ্গে ভাগ করবেন না।
কন্যা রাশি: বুধবার আপনার মোটর উপর মিলিয়ে মিশিয়ে যাবে। সহকর্মীদের থেকে পুরো সমর্থন পাবেন। পরিকল্পনা মাফিক কাজ শেষ করে রাখুন। দীর্ঘদিনের অসম্পূর্ণ কোনও কাজ শেষ কাল শেষ হতে পারে। কোনও কিছু কিছু নিয়ে চিন্তা বাড়বে।
তুলা রাশি: শরীর স্বাস্থ্য নিয়ে যত্ন নিন। আগামীকাল ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। সঙ্গীকে নিয়ে ঘুরতে যান। ঋণ নিয়ে থাকলে মিটিয়ে দিন। না হলে টাকা চাইতে পারে আপনার কাছে।
বৃশ্চিক রাশি: অফিস বদলানোর চিন্তা করে থাকলে, এগোতে পারেন। সবমিলিয়ে আগামীকাল ভালো যাবে দিন। আয় বাড়তে পারে। হঠাকারিতার সহিত কোনও সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সঙ্গে যুক্ত থাকুন। বোঝার চেষ্টা করুন, কোথায় রয়েছে অভিযোগ, সম্পর্ক তাহলে ভাল হবে।
ধনু রাশি : বুধবার আপনার মোটর উপর মিলিয়ে মিশিয়ে যাবে। লোকের কথায় কান দেবেন না। যাচাই না করে বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে প্রশংসা পাবে আপনার কাজ। পদোন্নতি হতে পারে। কোনও কাজের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। শরীরের প্রতি সতর্ক হন। সমস্যা হতে পারে।
মকর রাশি: আগামীকাল বাইরে বের হলে খুব সতর্ক থাকবেন। বুঝে গাড়িতে উঠবেন। রাস্তাঘাট সতর্কভাবে পার হবেন। ব্যয় নিয়ন্ত্রণ করুন, না হলে সমস্যায় পড়বেন। কোনও নতুন কাজে এগোনোর আগে ভাল করে ভেবে এগোন। অবিবাহিতদের জন্য সুখবর আসছে। নতুন কেউ আসতে পারে জীবনে।
কুম্ভ রাশি: আগামীকাল মিলিয়ে মিশিয়ে যাবে। বহুদিনের কোনও কাজের প্ল্যান থাকলে কাল তা কিছুটা শেষ হতে পারে। কারও থেকে কিছু শুনলেই বিশ্বাস করবেন না। বুঝে বিনিয়োগ করুন। ছাত্র-ছাত্রীদের চাপ কমবে।
মীন রাশি: আগামীকাল ভাল যাবে দিন। অতিথি আসতে পারে কাল। হঠকারি সিদ্ধান্ত নেবেন না। পরিবারের পক্ষে থাকলে আপনার ভাল হবে। সন্তানদের প্রতি নজর দিন। রাজনীতিতে যুক্ত থাকলে, বুঝে পদক্ষেপ নিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।