Daily Astrology: হতাশার কারণ হতে পারে সন্তান, খুলবে আয়ের পথ; কেমন কাটবে আপনার দিন?
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, বৃহস্পতিবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল বৃহস্পতিবার, ২০ মার্চ। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): অনেক পরিশ্রমের ফল পাবেন। আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যাও দূর হবে। শত্রুপক্ষে থেকে সাবধান হতে হবে। চিন্তাভাবনা করে যে কোনও নতুন কাজ করতে হবে। কারো প্রতি ঈর্ষা বা ঘৃণা রাখবেন না।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi):ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। বড় অর্ডার পেতে পারেন। তাতে মন খুশি থাকবে। বাড়ি তৈরির কাজ শেষ হতে পারে। খরচ কিছুটা কমানো উচিত। নাহলে বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়র সদস্যদের পরামর্শ নেওয়া উচিত।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে। আরাম এবং আয়েশ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ঊর্ধ্বতনের কোনও কথা উপেক্ষা করা উচিত নয়। কোনও পুরনো বন্ধু সারপ্রাইজ দিতে পারে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): যোগাযোগের মাধ্যমে লাভ পাবেন। কোনও সুসংবাদ শুনতে পারবেন। পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের কারণে পরিবেশ মনোরম থাকবে। সন্তানদের থেকে হতাশাজনক খবর শুনবেন। অন্য কারও বিষয়ে অপ্রয়োজনীয় কথা বলবেন না।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য রাখতে হবে। সম্পত্তি সম্পর্কিত কোনও বিষয়ে উত্তেজনা থাকবে। বিপুল ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজের কল্যাণের জন্য কাজ করতে হবে। সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে। কাজ শেষ করতে সমস্যা হলে ঋণ নিতে হতে পারে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): মানুষের সমর্থন পাবেন। সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। নতুন অতিথির আগমন হতে পারে। টাকা আসার পথ তৈরি হবে। সঠিক কাজে এনার্জি ব্যবহার করতে হবে। কোনও স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হলে তাও চলে যাবে। কোনও অজানা ব্যক্তির সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
