Daily Astrology: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভের এই রাশির, স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে বৃহস্পতিবার
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, বৃহস্পতিবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): গ্রহের অবস্থান খুব একটা অনুকূল নয়। কোনও বড় কাজ করার আগে অনেকবার ভাবুন। ব্যয় খুব বেশি হবে। চাপ অনেক বেড়ে যেতে পারে। স্বাস্থ্য পরিস্থিতি ওঠানামা হবে। শত্রুপক্ষের থেকে সাবধান। মামলায় প্রচুর অর্থ হতে পারে। রাজনীতি এবং আইনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাজে সাফল্য পাবেন। অর্থের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): গ্রহের গতিবিধির ফলে আপনি উপকৃত হবেন। আয় বৃদ্ধি পাবে। চাকরি পরিবর্তন করতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দারুণ সময়। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সঙ্গীর জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। সন্তানদের কাছ থেকে ভাল খবর শুনতে পারবেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবেন। কর্মক্ষমতার প্রশংসা করবে। পূর্ণ একাগ্রতার সঙ্গে কঠোর পরিশ্রম করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা শুনতে পারবেন পারিবারিক দায়িত্ব বাড়বে। কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): বড়দের আশীর্বাদ পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। ভ্রমণের সুযোগ পাবেন। কোথাও গেলে মন খুশি থাকবে। স্বাস্থ্যেও উন্নতি হবে। সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ে ভাল খবর শুনতে পাবেন। সম্পত্তি কিনতে পারেন। ভাইবোনদের সাহায্যে পাবেন। কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): এই রাশির জাতকদের জন্য লাভের দিন। গ্রহের গোচর নিজের সম্পর্কে ভাবতে বাধ্য করবে। গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনায় বসতে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পাবে। আর্থিক কারণে উদ্বেগও বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। বাড়িতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ দিন হবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): এই রাশির জাতকদের জন্য অনুকূল দিন। গ্রহ এবং নক্ষত্রের গতিবিধিতে ব্যবসার জন্য সুসংবাদ নিয়ে আসবে। নতুন ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করতে পারেন। এতে ব্যবসা বাড়বে। বৈবাহিক জীবনে সমস্যা মিটবে। পারিবারিক ব্যবসা থেকে বিপুল লাভের সম্ভাবনা। সম্পত্তি বৃদ্ধি হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















